ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বহু বছর সম্পর্কে ছিলেন। কিন্তু ভাগ্যের পরিণতি! একসঙ্গে সংসার করা হল না তাঁদের। অন্য মানুষের সঙ্গে ঘর বাঁধলেন ঠিকই, তবুও প্রথম প্রেম এখনও ভুলতে পারেন না বৃদ্ধ। জীবনের প্রথম নারী। তাঁর মুখ ভেসে উঠলে আজও বুকে ধিকিধিকি আগুন জ্বলে, ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে বৃদ্ধের। আট বছর সম্পর্কে থাকার পর যখন তাঁদের পথ আলাদা হয়ে গেছিল, তখনই প্রাণ খুলে কেঁদেছিলেন বৃদ্ধ। তার পর বুক ফেটে কান্নাও আসেনি তাঁর। প্রথম প্রেমের স্মৃতি নিয়ে জীবনের ছন্দে তিনিও বয়ে গিয়েছেন। সমাজমাধ্যমে সেই বৃদ্ধের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘_.সোলশাইন’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বৃদ্ধ ফলবিক্রেতার সঙ্গে কথা বলছেন এক তরুণী। প্রেম-ভালবাসা নিয়ে সেই বৃদ্ধকে প্রশ্ন করতে দেখা গিয়েছে তরুণীকে। বৃদ্ধ জানান, আট বছর ধরে এক তরুণীর সঙ্গে সম্পর্কে ছিলেন সেই বৃদ্ধ। জীবনের প্রথম প্রেম পূর্ণতা পায়নি তাঁর। মনের মানুষের সঙ্গে সংসার বাঁধতে পারেননি তিনি।
বৃদ্ধ জানান যে, তাঁর প্রেমিকার পরিবার অন্য জায়গায় বিয়ে ঠিক করে দেয়। বাড়ির কথা মেনে সেখানে বিয়ে করে ফেলেন বৃদ্ধের মনের সঙ্গিনী। সম্পর্ক ভাঙার পর খুব কান্নাকাটি করেছিলেন বৃদ্ধ। দশ বছর আগে সেই যে বুক ফেটে কান্না এসেছিল, তার পর আর কখনও সে ভাবে কাঁদেননি বলে জানান বৃদ্ধ।
প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পর তিনিও বিয়ে করে ফেলেন। বর্তমানে দু’জনের আলাদা সংসার রয়েছে। সন্তানও বড় হয়ে গিয়েছে তাঁদের। তবে একসঙ্গে সারা জীবন সংসার করা না হলেও প্রাক্তন প্রেমিকার সঙ্গে বন্ধুত্ব থেকে গিয়েছে বৃদ্ধের। আজও যোগাযোগ রয়েছে তাঁদের। তরুণীকে সেই বৃদ্ধ বলেন, ‘‘জীবনে প্রেম আসবে। আবার চলেও যাবে। তবে প্রথম প্রেম কোনও মানুষ ভুলতে পারে না। সময়ের সঙ্গে সঙ্গে হয়তো মনের ঘা শুকিয়ে যাবে। কিন্তু প্রথম প্রেমের স্মৃতি ভোলার নয়।’’ ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা না গেলেও এই ভিডিয়োটি ছড়িয়ে পড়তে সমাজমাধ্যমে ভালবাসার বন্যা বইয়ে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘ফলবিক্রেতা যে এখনও সেই মানুষটিকেই ভালবাসেন তা তাঁর চোখেমুখেই ফুটে উঠেছে।’’