ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জলে নেমে চক্রাকারে ঘুরেই চলেছে একটি চিতাবাঘ। শিকারের সন্ধানে সে নেই। কিন্তু চোখেমুখে বেশ গম্ভীর ভাব। নিজের লেজটাই কামড়ে ধরেছে সে। লেজে কামড় দিয়েই গোল গোল ঘুরে চলেছে চিতাবাঘটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘বিয়ন্ড_দ্য_ওয়াইল্ডলাইফ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জলাশয়ে নেমে একটি চিতাবাঘ চক্রাকারে ঘুরে চলেছে। তার দাঁত দিয়ে কামড়ে ধরেছে নিজের লেজই। লেজের উপর সামনের এক পা তুলে দিয়েছে সে। বাকি তিন পায়ে ভর দিয়ে গোল গোল করে ঘুরে চলেছে চিতাবাঘটি। এই খেলায় মেতে উঠেছে সে।
ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ভিডিয়োটি খুবই মজার। কেন যে এমন করছে তা ও-ই জানে।’’ আবার এক জনের কথায়, ‘‘লেজটা মনে হয় পছন্দ হয়নি চিতাবাঘের। তাই রাগে কামড় দিয়ে ফেলেছে। শরীর থেকে সেই অংশটুকু মনে হয় বাদ দিয়ে ফেলতে চাইছে সে।’’