Viral Video

ই-স্কুটার চার্জ দেওয়ার সময় আচমকাই বিস্ফোরণ, দাউ দাউ করে জ্বলল আগুন, প্রকাশ্যে সেই ভিডিয়ো

ই-স্কুটার থেকে ধোঁয়া বেরোচ্ছিল। এর কয়েক মুহূর্তের মধ্যেই বিস্ফোরণ ঘটে। তার পরই দাউ দাউ করে আগুন ধরে গেল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৩ ১৬:১৬
Share:

আচমকাই আগুন ধরে গেল ই-স্কুটারে। প্রতীকী ছবি।

প্রযুক্তির দুনিয়ায় ই-স্কুটারের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। কিন্তু এর বিপরীত দিকটিও উদ্বেগ বাড়াচ্ছে। ই-স্কুটার ব্যবহারে ঝুঁকিও রয়েছে। ই-স্কুটার চার্জ দিতে হয়। আর সেই চার্জ দিতে গিয়েই অঘটন ঘটছে। এমনই একটি ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। আচমকাই বিস্ফোরণ হল ই-স্কুটারে। মুহূর্তেই আগুন ধরে গেল।

Advertisement

একটি ভিডিয়ো প্রকাশ করেছে লন্ডনের দমকল বাহিনী। যে ভিডিয়োতে ধরা পড়েছে ই-স্কুটারে বিস্ফোরণের মুহূর্ত। ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি বাড়িতে ই-স্কুটারটিকে চার্জে বসানো হয়েছে। সেই সময় ই-স্কুটার থেকে ধোঁয়া বেরোতে দেখা গেল। এর কয়েক মুহূর্তের মধ্যেই বিস্ফোরণ ঘটল। তার পরই দাউ দাউ করে আগুন ধরে গেল। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

বিবিসি সূত্রে খবর, বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হননি। দুর্ঘটনার সময় বাড়িতেই ছিলেন ই-স্কুটার মালিক। কিন্তু তিনি দূরে থাকায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন। লন্ডন দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, চলতি বছরে এখনও পর্যন্ত ৪৮টি ই-বাইকে অগ্নিকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এসেছে। ১২টি ই-স্কুটারে আগুন লেগেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement