প্রতীকী চিত্র।
দুবাই থেকে ভারতে ফিরছেন, খবর দিয়ে মাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘‘কী উপহার চাও’’? কন্যার এই প্রশ্নের জবাবে মায়ের আবাদার— ‘‘১০ কেজি টোম্য়াটো নিয়ে আসিস।’’ মায়ের ইচ্ছেপূরণে অবশ্য তা-ই করেছেন প্রবাসী মেয়ে। দুবাই থেকে ১০ কেজি টোম্যাটো কিনে একটি স্যুটকেসে ভরে পাঠিয়ে দিয়েছেন মাকে।
মা-মেয়ের এই গল্প টুইটারে জানিয়েছেন ওই মায়েরই আরেক কন্যা। লিখেছেন, আমার বোন ছেলেমেয়েদের গরমের ছুটিতে বাড়িতে আসার পরিকল্পনা করেছিল। ওঁকে মা দুবাই থেকে ১০ কেজি টোম্যাটো আনতে বলেছিল। ও-ও সেই টোম্যাটো এনেছে।
টোম্যাটো এখনও মহার্ঘ দেশে। ভারতের কোনও কোনও শহরে আড়াইশো টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে টোম্যাটো। বঙ্গেও এখনও দেড়শো টাকা প্রতি কেজি দরের আশপাশেই দাম ওঠানামা করছে টোম্যাটোর।