Tomato

সোনা সস্তা! তাই দুবাই থেকে মায়ের জন্য টোম্যাটো কিনে আনলেন কন্যা

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ জুলাই ২০২৩ ২২:০৩
Share:

প্রতীকী চিত্র।

দুবাই থেকে ভারতে ফিরছেন, খবর দিয়ে মাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘‘কী উপহার চাও’’? কন্যার এই প্রশ্নের জবাবে মায়ের আবাদার— ‘‘১০ কেজি টোম্য়াটো নিয়ে আসিস।’’ মায়ের ইচ্ছেপূরণে অবশ্য তা-ই করেছেন প্রবাসী মেয়ে। দুবাই থেকে ১০ কেজি টোম্যাটো কিনে একটি স্যুটকেসে ভরে পাঠিয়ে দিয়েছেন মাকে।

Advertisement

মা-মেয়ের এই গল্প টুইটারে জানিয়েছেন ওই মায়েরই আরেক কন্যা। লিখেছেন, আমার বোন ছেলেমেয়েদের গরমের ছুটিতে বাড়িতে আসার পরিকল্পনা করেছিল। ওঁকে মা দুবাই থেকে ১০ কেজি টোম্যাটো আনতে বলেছিল। ও-ও সেই টোম্যাটো এনেছে।

টোম্যাটো এখনও মহার্ঘ দেশে। ভারতের কোনও কোনও শহরে আড়াইশো টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে টোম্যাটো। বঙ্গেও এখনও দেড়শো টাকা প্রতি কেজি দরের আশপাশেই দাম ওঠানামা করছে টোম্যাটোর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement