ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
এলাকার নামী ক্যাফে। সেখানকার কফিও বেশ ভাল। তবে এই কফি বিনামূল্যে খেতে চাইলে করতে হবে কসরত। টাকা খরচ না করে কফি পান করতে তা-ই করলেন ক্রেতারা। সমাজমাধ্যমে সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘হোপরাইসেসনেটওয়ার্ক’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ঘরের দরজা খুলে কোনও ব্যক্তি প্রবেশ করলেই তাঁর হাবভাব বদলে যাচ্ছে। হঠাৎ করেই নাচতে শুরু করছেন তাঁরা। আসলে আমেরিকার এক জনপ্রিয় ক্যাফেতে একটি প্রস্তাব দেওয়া হয়েছে।
সেখানে বলা হয়েছে, ক্যাফেতে কেউ বিনামূল্যে কফি পান করতে চাইলে তাঁকে নাচতে নাচতে প্রবেশ করতে হবে। বিনামূল্যে কফি পান করবেন বলে নাচ করতে করতেই ক্যাফেতে প্রবেশ করেছেন অধিকাংশ ক্রেতা।
কেউ নাচ করতে করতে জুতো খুলে ফেলছেন। কেউ আবার সন্তানকে কোলে নিয়েই নাচ করছেন। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অধিকাংশই প্রশংসা করেছেন। এক নেটব্যবহারকারী বলেছেন, ‘‘দারুণ তো! এমন করলে তো লোকজনের মনও ভাল থাকে।’’ আবার এক জন মন্তব্য করেছেন, ‘‘আমার যদি কখনও আমেরিকায় যাওয়ার সুযোগ হয়, তা হলে আমি অতি অবশ্যই এই ক্যাফেতে এক বার যাব।’’