ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জঙ্গলের ভিতর একটি গভীর পুকুর। তার মধ্যে গিজগিজ করছে একগাদা কুমির। সেই পুকুরেরই জল খেতে নামছিল একটি শুয়োর। কিন্তু সে যে কখন শিকারির পাল্লায় পড়ে গিয়েছে তা খেয়ালই করেনি। হঠাৎ জল থেকে মুখ হাঁ করে শুয়োরটির উপর ঝাঁপিয়ে পড়ল একটি কুমির। পুকুরে টেনে নিয়ে গেল তাকে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ওয়াল্ডলাইফ আনসেন্সরড’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের ভিতর একটি পুকুরের ধারে জল খেতে নামছে একটি শুয়োর। সেই শুয়োরের পিছনে দাঁড়িয়েছিল আরও দু’টি শুয়োর। পুকুরের ধার বরাবর রোদ পোহাচ্ছিল বেশ কয়েকটি কুমির। রোদ পোহানোর পাশাপাশি শিকারের ফাঁদও পাতছিল তারা।
শুয়োরটি কাছাকাছি এলেই তার উপর জল থেকে ঝাঁপিয়ে পড়ে একটি কুমির। শুয়োরটিকে টেনে পুকুরের মধ্যে টেনে নিয়ে যায় সে। জলের মধ্যেই কুমিরদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে শুয়োরটি। ডাঙায় ওঠার প্রাণপণ চেষ্টা করেও ব্যর্থ হয় সে। পুকুরের মধ্যেই শুয়োরটির শরীরে কামড় বসাতে শুরু করে বাকি কুমিরগুলি। কামড় বসিয়ে সেই শুয়োরটিকে পুকুরের ভিতর টেনে নিয়ে চলে যায় তারা। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি।
ঘটনাটি কোথাকার সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে দুঃখপ্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক জন নেটব্যবহারকারী বলেছেন, ‘‘প্রকৃতির এই খাদ্য-খাদকের সম্পর্ক দেখলে মাঝেমধ্যে সত্যিই খুব খারাপ লাগে।’’