ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সমুদ্রসৈকতে বিলাসবহুল গাড়ি চালিয়ে ঘোরার শখ হয়েছে দম্পতির। সমুদ্রের হাওয়া খেতে খেতে গাড়ি চালানোর মজাই নাকি অন্য রকম! কিন্তু ভ্রমণের সেই স্বাদ নিতে গিয়ে বিপাকে পড়লেন তাঁরা। তাঁদের ফেরারির চাকা আটকে গেল বালিতে। শত চেষ্টা করেও গাড়ি সরাতে পারলেন না তাঁরা। বাধ্য হয়ে গরুর গাড়ি দিয়ে টানাতে হল ফেরারি। সমাজমাধ্যমে সেই ভিডিয়োটিই ঘোরাফেরা করতে শুরু করেছে।
ঘটনাটি শনিবার মহারাষ্ট্রের রায়গড়ের রেভডান্ডা সমুদ্রসৈকতে ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ফেরারি নিয়ে সেই সমুদ্রসৈকতে ঘুরতে গিয়েছিলেন দম্পতি। কিন্তু কিছু ক্ষণ গাড়ি চালাতেই বালির মধ্যে আটকে যায় ফেরারির চাকা। থেমে যায় ‘ফেরারি কি সওয়ারি’। কী করবেন তা বুঝতে পারছিলেন না দম্পতি। তাঁদের পরিস্থিতি দেখে স্থানীয়েরা ভিড় জমাতে শুরু করেন।
অনেকেই তাঁদের মোবাইল ফোনে ঘটনাটি রেকর্ড করতে শুরু করেন। সেই সময় একটি গরুর গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল। তা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে গাড়ির চালককে হাঁক দিয়ে ডাকেন দম্পতি। বালির ভিতর থেকে যেন তাঁদের ফেরারি উদ্ধার করা যায় তার অনুরোধ করতে থাকেন তাঁরা। ‘উদ্ধারকর্তা’ হয়ে ফেরারিকে বালি থেকে টেনে বার করে গরুর গাড়ি।
গাড়ির বনেটের সামনে দড়ি বেঁধে গরুর গাড়ি দিয়ে তা বালির ভিতর থেকে বার করে আনা হয়। ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক বলেছেন, ‘‘আহা রে! একসঙ্গে দু’জনে আনন্দ করবে বলে বেড়িয়েছিল। শেষমেশ গরুর গাড়ির সাহায্য নিতে হল।’’