ছবি: সংগৃহীত।
চার কিমি ধাওয়া করে তিন ছিনতাইকারীকে ধরলেন দিল্লি পুলিশের এক কনস্টেবল। ফোন ছিনতাই করে অটো ধরে পালাচ্ছিল চোর, সেই অটোর পিছনে বাইক নিয়ে তাড়া করে পাকড়াও করলেন যশপাল নামের ওই কনস্টেবল। ১৫ অক্টোবরের সেই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। সম্পূর্ণ ফিল্মি কায়দায় যেভাবে এতটা পথ উজিয়ে তিনি অপরাধীদের হাতেনাতে ধরেছেন, তা দেখে মুগ্ধ সমাজমাধ্যম। ভিডিয়োটি এক্স হ্যান্ডল থেকে প্রকাশ করা হয়েছে। সমাজমাধ্যমে ভিডিয়োটি ছড়িয়ে যাওয়ার পর অনেকেই কনস্টেবলের প্রশংসা করেছেন। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর কনস্টেবলের সেই কীর্তি এখন খবরের শিরোনামে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
সংবাদমাধ্যসূত্রে খবর, ১৫ অক্টোবর দিল্লির শাহদারা থানায় মোবাইল ছিনতাইয়ের একটি অভিযোগ আসে। ফোন করে এক মহিলা জানান স্বামীর সঙ্গে ফোনে কথা বলার সময় একটি ছেলে তাঁর কাছে এসে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। শুধু তা-ই নয়, ওই মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ছিনতাইকারীরা। এর পর তারা ঘটনাস্থল থেকে একটি অটোরিকশয় করে পালিয়ে যায়। কাকতালীয় ভাবে ঠিক সেই সময়ই সেখানে উপস্থিত ছিলেন যশপাল। তিনি দ্রুত বাইকে নিয়ে পিছু নেন অটোটির। সরু রাস্তায় যানজট থাকা সত্ত্বেও কনস্টেবল যশপাল প্রায় চার কিলোমিটার অটোটিকে ধাওয়া করে অটোচালককে ধরে ফেলেন। এই ঘটনাটিও সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, যেখানে সরু রাস্তায় দ্রুত গতিতে চলছে অটোটি। রাজুকে জিজ্ঞাসাবাদের পর তার দুই সহযোগী সুরজ ও মহসিনকেও আটক করা হয়।