bizarre competition of china

ছুঁয়েও দেখা যাবে না মোবাইল! স্রেফ নিশ্চিন্তে শুয়ে-বসে লাখ টাকা জিতলেন তরুণী

প্রতিযোগিতার নিয়ম ছিল, একটি বিছানায় শুয়ে মোবাইল ও যে কোনও বৈদ্যুতিন যন্ত্র ছাড়া আট ঘণ্টা সময় কাটাতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ১০:৩৯
Share:

—প্রতীকী ছবি।

মোবাইল না ঘাঁটার পুরস্কার ১ লাখ টাকারও বেশি। সেই পুরস্কার জিতে নিলেন চিনের এক তরুণী। একটানা ৮ ঘণ্টা মোবাইল না ব্যবহার করে এই বিশাল অঙ্কের টাকার মালিক হলেন তিনি। মিস ডং নামের ওই তরুণীকে মহিলাকে বিজয়ী ঘোষণা করা হয় কারণ তিনি ১০০ মধ্যে ৮৮.৯৯ নম্বর অর্জন করেন।

Advertisement

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ২৯ নভেম্বর দক্ষিণ-পশ্চিম চিনের চংকিং এলাকার একটি শপিং মলে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার নিয়ম ছিল একটি বিছানায় শুয়ে মোবাইল ও যে কোনও বৈদ্যুতিন যন্ত্র ছাড়া আট ঘণ্টা সময় কাটাতে হবে।

অদ্ভুত এই প্রতিযোগিতায় অংশ নিতে প্রায় ১০০ জন আবেদন করেন। আবেদনকারীর মধ্যে থেকে নির্বাচিত মাত্র দশ জন প্রতিযোগীকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শপিং মলে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁদের জন্য নির্দিষ্ট বিছানার ব্যবস্থা করেছিলেন আয়োজকেরা। প্রতিযোগিতার আগে অংশগ্রহণকারীদের মোবাইল ফোন জমা নিয়ে নেওয়া হয়। আইপ্যাড, ল্যাপটপ-সহ অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্রের ব্যবহারেও নিষেধাজ্ঞা ছিল।

Advertisement

জরুরি পরিস্থিতিতে অংশগ্রহণকারীদের তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুমতি ছিল। যোগাযোগের প্রয়োজন হলে আয়োজকদের দেওয়া পুরনো আমলের ফোন ব্যবহার করতে পারবেন তাঁরা, এমনটাই ছিল নিয়ম। বিছানা থেকে নামার নিয়মেও ছিল কড়াকড়ি। মাত্র পাঁচ মিনিটের জন্য শৌচাগার ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল প্রতিযোগীদের।

মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ছাড়াও ঘুমের ক্ষেত্রেও কড়াকড়ি ছিল। গভীর ঘুম বা কোনও রকম উদ্বেগ প্রকাশ করতে পারবেন না প্রতিযোগীরা, এমনটাই নিয়ম ছিল এই প্রতিযোগিতায়। বেশির ভাগ প্রতিযোগী বই পড়ে বা চোখ বন্ধ করে বিশ্রাম নিয়ে তাঁদের সময় কাটিয়েছেন। এঁদের মধ্যে মিস ডং-এর ঘুমের গভীরতা সবচেয়ে কম ছিল এবং তাঁর উদ্বেগের পরিমাণও অন্যদের তুলনায় অনেকটাই কম ছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement