ছবি: সংগৃহীত।
ছাত্রকে বেল্টজাতীয় বস্তু দিয়ে নির্দয় ভাবে পেটাচ্ছেন এক শিক্ষক। কাকুতিমিনতি সত্ত্বেও মিলছে না রেহাই। এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল অন্ধ্রপ্রদেশের একটি বেসরকারি কোচিং সংস্থার কর্ণধারের বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে প্রবল হইচই শুরু হয়ে যায়। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। বিষয়টি চোখে পড়ে সে রাজ্যের মানবসম্পদমন্ত্রী নারা লোকেশের।তিনি নিজের এক্স হ্যান্ডল থেকে তিনি এই বিতর্কিত ভিডিয়োটি পোস্ট করেন। এর পাশাপাশি লোকেশ অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন পুলিশকে। সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিযুক্ত শিক্ষকের নাম বাসাভা ভেঙ্কট রমন। যদিও এই ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালে। ভিডিয়োটি সমাজমাধ্যমে কয়েক দিন আগে প্রকাশিত হওয়ায় সংবাদের শিরোনামে এসেছে।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই কোচিং-এর শিক্ষক বেল্টজাতীয় কিছু দিয়ে এক ছাত্রকে আঘাত করছেন। ব্যথায় কাঁদতে কাঁদতে ওই ছাত্রকে কিছু বলতে দেখা যায়। সেই কথায় কর্ণপাত না করেই আরও মারতে থাকেন শিক্ষক। ওই ঘটনার সময় আরও কয়েক জন ছাত্রকে মেঝেতে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায়। রমনের বিরুদ্ধে অভিযোগ, তিনি সেনাবাহিনীতে চাকরির দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থেকে পাঁচ থেকে দশ লাখ টাকা জমা নিতেন। তিনি মহিলাদের ঘরে গোপন ক্যামেরা স্থাপন করেছিলেন। সেই ভিডিয়ো ব্যবহার করে ব্ল্যাকমেল করতেন এমন বিস্ফোরক অভিযোগও উঠছে রমনার বিরুদ্ধে।
ভিডিয়োটি দেখে সমাজমাধ্যম ব্যবহারকারীরা চমকে উঠেছেন। অনেকেই সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি তুলেছেন। মানবসম্পদ মন্ত্রী নারা লোকেশ লিখেছেন, ‘‘কারণ যাই হোক না কেন, শিক্ষকের এই ধরনের আগ্রাসন অযৌক্তিক।’’