Chinese Employee

অফিসে কাজের সময়ে ঘুম! চাকরি থেকে তাড়িয়ে দিল সংস্থা, মামলা ঠুকে ক্ষতিপূরণ আদায় করলেন তরুণ

বরখাস্তপত্র পাওয়ার পর আদালতের দ্বারস্থ হন শাং। সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। আদালতের তরফে জানানো হয়, অফিসে ঘুমিয়ে পড়া এমন কোনও গুরুতর অপরাধ নয়, যার ভিত্তিতে কাউকে চাকরি থেকে বার করে দেওয়া যেতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ০৮:০৪
Share:

—প্রতীকী ছবি।

টানা ২০ বছর ধরে একই অফিসে কাজ করেন তরুণ। এক দিন কাজের ফাঁকে ক্লান্ত হয়ে ডেস্কের উপরেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। সেই ‘অপরাধের’ দু’সপ্তাহ পর সংস্থার ঊর্ধ্বতনেরা তরুণের হাতে ধরান বরখাস্তপত্র। তার পরেই আদালতের দ্বারস্থ হন তরুণ। এর পরেই তরুণকে বরখাস্ত করার জন্য সংস্থাকে মোটা টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত।

Advertisement

ঘটনাটি চিনের জিয়াংশু প্রদেশের। তরুণের নাম শাং। ২০ বছর ধরে সেখানকার এক রাসায়নিক প্রস্তুতকারী সংস্থায় কাজ করেন তিনি। দু’সপ্তাহ আগে অফিসের ডেস্কে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলেন শাং। অভিযোগ, অফিসে কাজ করার সময় ঘুমিয়ে পড়েছিলেন বলে শাংকে সংস্থার তরফে বরখাস্ত করা হয়। সংস্থার দাবি, অফিসে ঘুমিয়ে সংস্থার শর্ত লঙ্ঘন করেছেন শাং। তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বরখাস্তপত্র পাওয়ার পর আদালতের দ্বারস্থ হন শাং। সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। আদালতের তরফে জানানো হয়, অফিসে ঘুমিয়ে পড়া এমন কোনও গুরুতর অপরাধ নয়, যার ভিত্তিতে কাউকে চাকরি থেকে বার করে দেওয়া যেতে পারে। বরং সংস্থাকেই মোটা টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত। তরুণকে ক্ষতিপূরণ হিসাবে ৩,৫০,০০০ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ লক্ষ ৭০ হাজার টাকা) দিয়েছে সংস্থা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement