office job

কর্পোরেট চাকুরেদের জন্য চেয়ারের নতুন নকশা! ভুক্তভোগীরা বলছেন,নোবেল পাওয়ার মতো

কফিন অফিস চেয়ার।’’ কেন এই নাম? তার ব্যাখ্যা দিয়ে পোস্টে লেখা হয়েছে, ‘‘কফিন মানে কফিন। মৃত্যু শয্যা। এমন চেয়ার, যেখানে তুমি বসতে চাও না। কিন্তু তোমাকে বসতেই হয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৭ মে ২০২৪ ১৪:৩৬
Share:

ছবি: এক্স (সাবেক টুইটার)।

কর্পোরেট সংস্থায় চাকরি করেন? দিনের ১০ থেকে ১২ ঘণ্টা অফিসের চেয়ারে বসেই কেটে যায়? ‘টার্গেট’ ছোঁয়ার জন্য প্রাণপাত করেন রোজ? তবে এই চেয়ার আপনারই জন্য। কর্পোরেট সংস্থায় চাকুরিরতদের জন্য কফিন চেয়ার তৈরি করেছে এক সংস্থা। সাধারণত কফিনে দেহ শায়িত করা হয়। আর কফিন চেয়ারে বসে থাকা যাবে।

Advertisement

এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে ‘আইডিড টিম’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে এই চেয়ারের নকশা। বিবরণে চিনা ভাষায় লেখা হয়েছে ‘‘কফিন অফিস চেয়ার।’’ কেন এই নাম? তার ব্যাখ্যা দিয়ে লেখা হয়েছে, ‘‘কফিন মানে কফিন। মৃত্যু শয্যা। এর অর্থ তুমি এমন চাকরি কর যেখানে আর এগনোর কোনও সম্ভাবনা নেই। ভবিষ্যৎ নেই। যে চেয়ারে তুমি বসতে চাও না। কিন্তু তোমাকে বসতেই হয়।’’

চেয়ারের ওই নকশা সমাজ মাধ্যমে পোস্ট হতেই বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়ে। যাঁরা কর্পোরেট সংস্থার এই ধরনের কাজ করেন, তাঁদের অনেকেই এই চেয়ারের ছবি দেখে বলেছেন, এই চেয়ার প্রকৃত অর্থেই কর্মীদের উপর চাপ সৃষ্টি করা কর্পোরেট কর্তৃপক্ষের মুখের মতো জবাব। যিনি এই চেয়ারের আবিষ্কার করেছেন, তাঁকে নোবেল পুরষ্কার দেওয় উচিত।

Advertisement

দুষ্টু লোকেরা অবশ্য বলেছে এই চেয়ার শিরদাঁড়াজনিত রোগের সম্ভাবনাও কমিয়ে যেবে। যা সাধারণত দীর্ঘক্ষণ চেয়ারে বসার ক্ষতিকর দিক। সেক্ষেত্রে কর্মীদের স্বাস্থ্যের কথা ভেবেও এই চেয়ার অফিসে রাখার ব্যবস্থা করা উচিত কর্পোরেট কর্তৃপক্ষের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement