Fake Warrant

হাতে কাজ নেই! একঘেয়েমি কাটাতে নিজের নামেই গ্রেফতারি পরোয়ানা জারি করলেন তরুণ

কী ভাবে এই একঘেয়েমি কাটাবেন তা ঠাহর করতে পারছিলেন না। তাই জীবনে ‘নতুনত্বের’ স্বাদ পেতে নিজের নামেই গ্রেফতারি পরোয়ানা জারি করলেন তরুণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ০৭:৫৯
Share:

—প্রতীকী ছবি।

‘নেই কাজ তো খই ভাজ’— এই প্রবাদবাক্যই যেন বাস্তব হয়ে দাঁড়াল তরুণের জীবনে। রোজকার একই গতে বাঁধা জীবন কাটাতে বিরক্ত হয়ে পড়েছিলেন তিনি। কী ভাবে এই একঘেয়েমি কাটাবেন তা ঠাহর করতে পারছিলেন না। জীবনে ‘নতুনত্বের’ স্বাদ পেতে নিজের নামেই গ্রেফতারি পরোয়ানা জারি করলেন তরুণ।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ১১ নভেম্বর সমাজমাধ্যমের পাতায় নিজের নামে মিথ্যা গ্রেফতারি পরোয়ানা জারি করে নজর কাড়েন উত্তর চিনের বাসিন্দা এক তরুণ। ‘অপরাধীর খোঁজ চাই’ বিজ্ঞাপন দিয়ে লিখে দেন যে, অপরাধীকে ধরিয়ে দিলে মিলবে পুরস্কারও। এই কাজ করতে চিনের এক খ্যাতনামী অভিনেতা এবং নৃত্যশিল্পী ওয়াং ইবোর নাম বেছে নেন তিনি। গ্রেফতারি পরোয়ানায় নিজের পরিচয় দেন ওয়াং নামে।

তরুণ লেখেন, ‘‘আমার নাম ওয়াং ইবো। আমি শাংশি প্রদেশের কিনউয়ান কাউন্টির বাসিন্দা। গত ১০ নভেম্বর আমি একটি সংস্থা থেকে জোর করে তিন কোটি ইউয়ান (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা) কেড়ে নিয়েছি। আমার কাছে একটি সাব মেশিনগান রয়েছে। বন্দুকের ভিতর ৫০০টি গুলিও রয়েছে।’’ বিজ্ঞাপনে আরও লেখা ছিল যে, অপরাধীকে পুলিশের কাছে ধরিয়ে দিতে পারলেই ৩০ হাজার ইউয়ান (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা) পুরস্কার দেওয়া হবে।

Advertisement

সমাজমাধ্যমে এই পরোয়ানা দেখে তরুণকে আটক করে স্থানীয় পুলিশ। তবে তল্লাশি চালিয়ে না পাওয়া যায় কোনও টাকা, না পাওয়া যায় বন্দুক। তরুণকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে, জীবনের একঘেয়েমি কাটাতে নিজের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন তরুণ। সমাজমাধ্যমে মিথ্যা খবর ছড়ানোর জন্য বর্তমানে ওই তরুণকে আটক করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement