—ছবি: সংগৃহীত।
ইতিমধ্যেই ন’সন্তানের জন্ম দিয়েছেন তরুণী। জন্ম দিতে চান আরও চার সন্তানের। কারণ তরুণী এবং তাঁর স্বামীর ইচ্ছা, তাঁদের প্রতিটি সন্তানের ভিন্ন রাশি হোক। রাশিচক্র সম্পূর্ণ করতেই এই পরিকল্পনা করেছেন দম্পতি। তরুণীর দাবি, তাঁর স্বামীর জিনগত বৈশিষ্ট্য ভাল। তাই তিনি তা অপচয় করতে চান না।
তরুণীর নাম তিয়ান ডনজ়িয়া। তাঁর স্বামীর নাম শাও ওয়ানলং। দু’জনেই চিনের বাসিন্দা। ২০০৮ সালে শাওয়ের সঙ্গে আলাপ হয় তিয়ানের। দু’বছর সম্পর্কে থাকার পর ২০১০ সালে বিয়ে করেন তাঁরা। বিয়ের ১৪ বছরের মাথায় ন’জন সন্তানের জন্ম দিয়েছেন তিয়ান। আরও চার সন্তান চান তিয়ান এবং শাও।
তাঁদের ইচ্ছা রাশিচক্রের ১২টি রাশি অনুযায়ী তাঁদের সন্তানের রাশি ভিন্ন হোক। সেই পরিকল্পনামাফিক সন্তানের জন্ম দেন তিয়ান। ২০২২ সালে কনিষ্ঠ সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ন’সন্তানের মা তিয়ান। এখনও চার সন্তানের জন্ম দিতে চান তিনি। কারণ, যমজ সন্তানের জন্ম দিয়েছেন তিনি। তাই তাদের রাশিও এক।
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, শাও এবং তিয়ান দু’জনেই পেশায় শিল্পপতি। এক বেসরকারি সংস্থার সিইও শাও। সেই সংস্থায় উচ্চপদে কর্মরতা তিয়ান। ২০০ বর্গমিটার এলাকা জুড়ে একটি বিলাসবহুল ভিলায় থাকেন তাঁরা। ন’সন্তানের দেখাশোনা করার জন্য ছ’জন ন্যানি রয়েছেন তাঁদের বাড়িতে। আর চার সন্তানের জন্ম দিলেই রাশিচক্র সম্পূর্ণ হয়ে যাবে বলে স্বপ্ন দেখছেন তিয়ান এবং শাও।