Funny Video

খেলনা কুমীর কামড়ে নিল আঙুল! দেখে অদ্ভুত আবেগ ফুটে উঠল শিশুর মুখে

ভিডিয়োয় দেখা যাচ্ছে একটি খেলনা ছোট্ট কুমীরের সামনে দাঁড়িয়ে আছে শিশুটি। আর খেলনা কুমীরকে ধরে আছে একটি হাত। সম্ভবত সেটি তার বাবার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৩ ২০:০৪
Share:

ছবি : ইনস্টাগ্রাম।

নতুন খেলনার সঙ্গে প্রথম জানা শোনা। কিন্তু সেই আলাপ পরিচয় মোটেই ভাল গেল না। বাবার এনে দেওয়া খেলনা দেখে ভয়ই পেয়ে গেল খুদে। আতঙ্কে দূর থেকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল খেলনার দিকে। ছোট্ট শিশুর সেই ভয় পাওয়া দেখে মজা পেয়েছেন সকলে। ভিডিয়োটি সমাজ মাধ্যমে পোস্ট করা হয়েছিল। সেটি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

Advertisement

ভিডিয়োয় দেখা যাচ্ছে একটি খেলনা ছোট্ট কুমীরের সামনে দাঁড়িয়ে আছে শিশুটি। আর খেলনা কুমীরকে ধরে আছে একটি হাত। সম্ভবত সেটি তার বাবার। এর পর হাতটি এগিয়ে যায় কুমীরের হাঁ করা মুখের ভিতরে। আঙুল চোয়ালে প্রবেশ করতেই তাতে কামড় বসায় খেলনা কুমীর। এই পর্যন্ত দেখে চমকে যায় শিশুটি।

প্রথমে বাবার হাতটির দিকে এগিয়ে আসে সে। তার পর দ্বিগুণ ভয় পেয়ে দু’পা পিছিয়ে যায়। আতঙ্কের দৃষ্টিতে তাকিয়ে থাকে খেলনার দিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement