Viral Video

একটি চাকা ছাড়াই ছুটে চলেছে ‘ভূতুড়ে’ গাড়ি, ভিডিয়ো দেখে হইচই সমাজমাধ্যমে

একটি চাকা ছাড়াই রাস্তায় সেই গাড়ি চালাচ্ছেন এক ব্যক্তি। দ্রুত গতিতে নয়, বরং হেলেদুলে যেতে দেখা যাচ্ছে গাড়িটিকে। মাঝেমধ্যে অবশ্য রাস্তায় থেমেও যাচ্ছে গাড়িটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৫:৩৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

চার চাকার মধ্যে একটি চাকা নেই। তবুও রাস্তায় সেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন তার মালিক। একটি চাকা ছাড়া রাস্তায় চলছেও গাড়িটি। মাঝেমধ্যে দেখে মনে হচ্ছে, গাড়িটি যেন রাস্তায় ভাসতে ভাসতে চলেছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ‘ভূতুড়ে’ গাড়িটির ভিডিয়ো (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘মিউট্যান_ক্যানিউড’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি চাকা ছাড়াই রাস্তায় সেই গাড়ি চালাচ্ছেন এক ব্যক্তি।

দ্রুত গতিতে নয়, বরং হেলেদুলে চলতে দেখা গিয়েছে গাড়িটিকে। মাঝেমধ্যে রাস্তায় থেমেও যাচ্ছে গাড়িটি। সেই ভিডিয়োয় ফোনে ক্যামেরাবন্দি করেছেন অন্য এক পথচারী। ঘটনাটি নাইজেরিয়ায় ঘটলেও গাড়ির মালিকের নাম-পরিচয় জানা যায়নি।

Advertisement

ইনস্টাগ্রামের পাতায় ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, ‘‘নাইজেরিয়ায় সব কিছুই সম্ভব।’’ ভিডিয়োটি দেখে সমাজমাধ্যমে হাসির বন্যা বয়ে গিয়েছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘মানুষের দক্ষতা দেখে আমি মাঝেমাঝে সত্যিই অবাক হয়ে যাই।’’ আবার অন্য এক নেটব্যবহারকারী বলেছেন, ‘‘একটা চাকা নেই। তবুও কী ভাবে গাড়িটি চলছে? এটা কি ভূতের গাড়ি নাকি!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement