Viral

Viral: কী কাণ্ড! ট্রেনে উঠল ষাঁড়, ভয়ে ছুটোছুটি যাত্রীদের

ঝাড়খণ্ড-বিহারগামী একটি যাত্রিবাহী ট্রেনের কামরায় ১০-১২ জন অজ্ঞাতপরিচয় যুবক একটি ষাঁড়কে তুলে দেন বলে দাবি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২২ ০৯:০২
Share:

ছবি টুইটার।

আর চার-পাঁচ জন সাধারণ যাত্রীর মতো ট্রেনে চড়েছে একটি ষাঁড়! এমন দৃশ্যই ধরা পড়েছে ঝাড়খণ্ড-বিহারগামী একটি যাত্রিবাহী ট্রেনের কামরায়।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, মির্জা চৌকি স্টেশনে ১০-১২ জন অজ্ঞাতপরিচয় যুবক ট্রেনের মধ্যে ষাঁড়টিকে তুলে দেন। শুধু তাই নয়, ষাঁড়টিকে সাহেবগঞ্জ স্টেশনে নামানোর জন্য যাত্রীদের বলেন তাঁরা।

এ নিয়ে নেটমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যা রীতিমতো ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেনের কামরায় বাঁধা রয়েছে একটি ষাঁড়। ট্রেনের কামরায় ষাঁড় দেখে অনেক যাত্রী আঁতকে ওঠেন। ওই কামরা ছেড়ে তাঁদের অন্যত্র যেতে দেখা যায়।

Advertisement

এমন কাণ্ড অবশ্য প্রথম নয়। কয়েক দিন আগে পশ্চিমবঙ্গে শিয়ালদহ-ডায়মন্ড হারবার ডাউন লোকাল ট্রেনের ভিড়ে ঠাসা কামরায় ঘোড়াকে দেখা গিয়েছিল। সেই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছিল পূর্ব রেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement