Viral Video

গাড়িতে চালকের পাশে বসে ‘গান গাইছে’ বুলডগ, রইল মন ভাল করা ভিডিয়ো

আমেরিকার জনপ্রিয় পপ ব্যান্ড ‘ইমাজিন ড্রাগন্‌স’। এই ব্যান্ডের ‘বিলিভার’ গানটি খুব কম সময়ের মধ্যে সঙ্গীতপ্রেমীদের মুখে মুখে ঘুরতে শুরু করে। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল গানটি। সেই গানটিই গাড়ি চালাতে চালাতে শুনছিলেন ওই তরুণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

গাড়ি চালাচ্ছেন এক তরুণ। তার ঠিক পাশেই বসে রয়েছে একটি বুলডগ। গাড়ি চালাতে চালাতে গান শুনছিলেন তরুণ। সেই গানের সঙ্গেই সুর মিলিয়ে ‘গাইতে’ দেখা গেল বুলডগটিকে। সমাজমাধ্যমে সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

আমেরিকার জনপ্রিয় পপ ব্যান্ড ‘ইমাজিন ড্রাগন্‌স’। এই ব্যান্ডের ‘বিলিভার’ গানটি খুব কম সময়ের মধ্যে সঙ্গীতপ্রেমীদের মুখে মুখে ঘুরতে শুরু করে। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল গানটি। সেই গানটিই গাড়ি চালাতে চালাতে শুনছিলেন ওই তরুণ। তরুণের পাশে বসেছিল একটি বুলডগ। গানটি মন দিয়ে শুনছিল সে। তার পর সেই গানের সুরেই সুর মিলিয়ে ‘গাইতে’ শুরু করে সে।

সম্প্রতি ‘পিঙ্কভিলাইউএসএ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় এই ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় বুলডগটিকে ‘গান গাইতে’ দেখা গিয়েছে। তবে এই ভিডিয়োটি কোথাকার, সে বিষয়ে কিছু জানা যায়নি।

Advertisement

ভিডিয়োটি দেখার পর তা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এক নেটাগরিক বলেন, ‘‘বুলডগটি তো আমার চেয়েও ভাল গান করে। ওর গান শুনে আমি লজ্জা পাচ্ছি।’’ আবার অন্য নেটব্যবহারকারীর কথায়, ‘‘এমন মিষ্টি ভিডিয়ো আমি দেখিনি। খুবই ভাল লাগল দেখে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement