viral video of bride dance

হবু বরকে চমকে দিতে ভারি লেহঙ্গা পরেই মণ্ডপে হঠাৎ তুমুল নাচ কনের! আঁতকে উঠলেন আত্মীয়েরা

মেরুন রঙের ভারী এক জমকালো লেহঙ্গা, কানে, গলায় ভারী অলঙ্কার, হাতভর্তি চুড়ি পরে হিন্দি গানের তালে হঠাৎ করেই তুমুল নাচ শুরু করেন তরুণী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৮:০১
Share:

ছবি: সংগৃহীত।

বিয়ের দিনটি বর-বধূ সকলের কাছেই একটি বিশেষ দিন। সকলেই চান এই বিশেষ দিনটি স্মরণীয় রাখতে। আর এখন সমাজমাধ্যমের নজর কাড়তে বিয়ের দিনে নানা কাণ্ড বাধিয়ে বসেন অনেকেই। সেই রকমই একটি বিয়ের ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে কনে নিজের হবু স্বামীকে চমকে দিতে সকলের সামনেই নাচতে শুরু করলেন। বরযাত্রীদের সঙ্গে নিয়ে বিয়ে করতে এসেছে বর। অতিথিরাও হাজির তত ক্ষণে। প্রচলিত প্রথা অনুসারে মঞ্চের দিকে হেঁটে যাওয়ার কথা কনের। সেই মতো কনের সঙ্গিনী বরমালা নিয়ে তার পাশে পাশে হেঁটে যাচ্ছিলেন। মাথায় চাঁদোয়া ধরেছিলেন কনের আত্মীয়রা।

Advertisement

মেরুন রঙের ভারি এক জমকালো লেহঙ্গা, কানে, গলায় ভারী অলঙ্কার, হাতভর্তি চুড়ি পরে হিন্দি গানের তালে হঠাৎ করেই তুমুল নাচ শুরু করেন তরুণী। তাঁর সঙ্গে আসা আত্মীয়রা আকস্মিক ঘটনায় খানিকটা হতবাক হয়ে যান। তরুণী নাচতে শুরু করলেও তাঁরা চুপচাপই কনের পাশে পাশে হাঁটতে থাকেন। যদিও তাঁদের নিস্পৃহ আচরণ দমাতে পারেনি কনেকেও। কোনও কিছু তোয়াক্কা না করেই নাচ শেষ করেন। উদ্দেশ্য ছিল বরকে চমকে দেওয়া। কনের এই নাচের ভিডিয়ো ক্যামেরাবন্দি করেন অনেকেই। ‘সিম্পল অ্যান্ড কাম’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ব্যাপক নজর কেড়েছে। (যার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

পোস্ট হওয়ার পর থেকে ভিডিয়োটি প্রায় ২০ লক্ষ বার দেখা হয়েছে। সমাজমাধ্যমের অনেকেই নববধূর আচরণের সমালোচনা করেছেন। এক জন লিখেছেন, ‘‘এই বোন নাচছেন এবং আমি লজ্জিত বোধ করছি!’’ অন্য একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী বললেন, ‘‘এই মানুষগুলি এত আত্মবিশ্বাস কোথা থেকে পান?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement