Bengaluru Metro

দিল্লির পর এ বার বেঙ্গালুরু, ধাক্কা লাগা নিয়ে রণক্ষেত্র মেট্রোর অন্দরে

ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রোর মধ্যে মারামারি করছেন দুই যুবক। একে অপরকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন। চুলের মুঠি ধরে আঁচড়ে দিচ্ছেন মুখে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৪ ১৮:৩৮
Share:

ছবি: সংগৃহীত।

অফিস সময়ের ভিড়ে ঠাসাঠাসি মেট্রোর কামরা। হঠাৎ করে চিৎকার-চেঁচামেচির আওয়াজে নজর ঘুরল সবার। এ কী! একে অপরকে ধরে বেদম মার মারছেন দুই যুবক। নখ দিয়ে আঁচড়ে দিচ্ছেন একে অপরকে। দিল্লি মেট্রোর এমন ঘটনা নতুন নয়। দিল্লি মেট্রোর অন্দরে এ হেন মারামারির ভিডিয়ো হামেশাই দেখা যায়। তবে দাবি উঠেছে, সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা এই ভিডিয়োটি দিল্লি মেট্রোর নয়, বেঙ্গালুরু মেট্রোর। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রোর মধ্যে মারামারি করছেন দুই যুবক। একে অপরকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন। চুলের মুঠি ধরে আঁচড়ে দিচ্ছেন মুখে। দু’দিক থেকেই একে অপরের দিকে একনাগাড়ে চলছে কিল-চড়়-ঘুষি। দু’জনের পিঠেই ব্যাগ। বাকি যাত্রীরা এই দৃশ্য তারিয়ে তারিয়ে উপভোগ করলেও তাঁদের বাধা দেননি কেউ। কিছু ক্ষণ পরে তাঁরা নিজেরাই শান্ত হন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ধাক্কা লাগা নিয়ে ওই যুবকের মধ্যে গন্ডগোলের সূত্রপাত। ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই তা উল্কার গতিতে ছড়িয়েছে। ইতিমধ্যেই প্রায় পঞ্চাশ হাজার মানুষ দেখে ফেলেছেন। ওই ভিডিয়ো নিয়ে মজার মজার মন্তব্যও করেছেন অনেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement