একসঙ্গে প্রায় ৪০টি চিউইং গাম গিলে ফেলল বালক। —প্রতীকী ছবি।
বয়স নির্বিশেষে অনেকেই চিউইং গাম চিবোন। বাজারে বিভিন্ন ধরনের চিউইং গামও রয়েছে। ঘুরতে-ফিরতে অনেকেই চিউইং গাম মুখে রাখেন। এ বার চিউইং গাম খেতে গিয়ে বিপাকে পড়ল ৫ বছরের এক বালক। একসঙ্গে প্রায় ৪০টি চিউইং গাম গিলে ফেলল সে। এর পরই অস্বস্তি শুরু হয় তার শরীরে। পেটের যন্ত্রণা শুরু হয় তার। পাশাপাশি ডায়রিয়ায় ভোগে বালকটি। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তার পর?
বালকের শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা দেখেন যে, তার পেটে চিউইং গামগুলি আটকে রয়েছে। তার জেরেই বালকটির শারীরিক সমস্যা হয়েছে। এর পরেই বালকের শরীর থেকে চিউইং গামগুলি বার করার প্রক্রিয়া শুরু করা হয়।
একটি বিশেষ ধাতব টিউব বালকটির গলার মধ্যে ঢুকিয়ে চিউইং গামগুলি বার করা হয়। বর্তমানে বালকটি সুস্থ রয়েছে। ঘটনাটি আমেরিকার ওহিয়ো এলাকার। সম্প্রতি এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।