Sonu Sood

Seema got prosthetic leg: আর লাফিয়ে স্কুলে যেতে হবে না, কৃত্রিম পা পেল বিহারের সীমা, সৌজন্যে সেই সোনু সুদ

দু’বছর আগে একটি দুর্ঘটনার পর এক পা কেটে বাদ দিতে হয় সীমার। তার পর থেকে এক পায়ে লাফিয়ে লাফিয়েই স্কুলে যেত সে। এ বার সেই যন্ত্রণা থেকে মুক্তি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পটনা শেষ আপডেট: ২৭ মে ২০২২ ২২:৫৭
Share:

টুইটার থেকে নেওয়া।

এক পায়ে লাফিয়ে লাফিয়ে বনবাদাড় পেরিয়ে স্কুলের পথে যাওয়া ছোট্ট সীমাকে মনে আছে? দশ বছরের পুচকের স্কুলে যাওয়ার আকুতি দেখে চোখে এসেছিল দেশের। এ বার সেই সীমাকেই ‘প্রস্থেটিক লেগ’ বা কৃত্রিম পা পরিহিত অবস্থায় ভিডিয়ো শেয়ার করলেন অভিনেতা তথা সমাজসেবক সোনু সুদ। লিখলেন, ‘এখন দু’পায়েই স্কুলে যাচ্ছে সীমা।’

অওনিশ শরণ নামে এক আইএএস অফিসার নিজের টুইটার হ্যান্ডলে শেয়ার করেছেন কৃত্রিম পা পরিহিত সীমার। লিখেছেন কেবল, ‘নেটমাধ্যমের ক্ষমতা!’

Advertisement

দু’বছর আগে একটি দুর্ঘটনায় বিহারের ছোট্ট সীমার একটি পা কেটে বাদ দিতে হয়। কিন্তু এক পা হারিয়েও স্কুলে যাওয়ার ইচ্ছে এতটুকুও কমেনি সীমার। একটি পায়েই লাফাতে লাফাতে সে স্কুলে পৌঁছে যেত প্রতিদিন। সেই ভিডিয়োই তুলে নেটমাধ্যমে দেন কেউ। যা বহু নেটাগরিকের পাশাপাশি নজরে পড়ে সোনুরও। তাতে দেখা যায়, পিঠে ব্যাগ নিয়ে একটি পায়েই লাফাতে লাফাতে স্কুলে চলেছে ছোট্ট সীমা। যা দেখে চোখের জল ধরে রাখতে পারেননি অনেকে। এ বার সেই যন্ত্রণা থেকে মুক্তি। কৃত্রিম পায়ে ভর দিয়ে আর পাঁচ জনের মতোই সীমাও যাচ্ছে স্কুলে।

সোনু নিজে সেই ভিডিয়ো শেয়ার করেছেন। লিখেছেন, ‘ এবার আর এক পায়ে নয়, সীমা স্কুলে যাবে দু’পায়ে ভর দিয়েই।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement