ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
মা হাতির পায়ের কাছেই গুটিসুটি মেরে দাঁড়িয়েছিল একটি বাচ্চা হাতি। কিন্তু সোজা হয়ে যেন দাঁড়িয়ে থাকতে পারছিল না সে। চোখে এতই ঘুম জড়িয়ে এসেছিল যে, ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমিয়ে পড়ল সে। ঘুমের ঘোরে হঠাৎ উল্টে পড়েই গেল বাচ্চা হাতিটি। সমাজমাধ্যমে সেই মজার ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘মিস্টিকফ্যাক্টস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘুমের ঘোরে একটি বাচ্চা হাতি উল্টে পড়ে যাচ্ছে। এক নজরে দেখে কোনও চিড়িয়াখানা মনে হলেও ঘটনাটি কোথায় ঘটেছে সে প্রসঙ্গে কিছু জানা যায়নি। মা হাতির পায়ের কাছে চুপচাপ দাঁড়িয়েছিল বাচ্চা হাতিটি। তার চারপাশে দাঁড়িয়েছিল অন্য ‘অভিভাবক’ হাতিরা। হঠাৎ দাঁড়িয়ে থাকতে থাকতে টলতে শুরু করল সে। মুহূর্তের মধ্যেই চার পা আকাশে তুলে মাটিতে উল্টে পড়ে গেল। অন্য হাতিরা ভাবল বোধ হয় তাদের পরিবারের খুদে সদস্য পড়ে গিয়ে আঘাত পেয়েছে। তাই বাচ্চা হাতিটির কাছে এগিয়ে গেল তারা। তত ক্ষণে হুঁশ ফিরেছে খুদের। সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে পাশ ফিরে উঠে দাঁড়িয়ে পড়ল সে। সমাজমাধ্যমে ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই হাসির রোল উঠেছে। এক নেটাগরিক বলেছেন, ‘‘ভিডিয়োটি দেখে হাসতে হাসতে আমার পেটব্যথা হয়ে গেল। বাচ্চা হাতিটি কী মিষ্টি! ভিডিয়োটিও বেশ মজাদার।’’