—প্রতীকী ছবি।
ক্যাবে উঠে চালককে বাতানুকূল যন্ত্র চালাতে অনুরোধ করেছিলেন এক অন্তঃসত্ত্বা। আর তাতেই রেগে গিয়ে তরুণীর পেটে লাথি মেরে গর্ভের সন্তানকে মেরে ফেলার হুমকি দিলেন ক্যাবচালক। ঘটনাটি ঘটেছে নয়ডায়। লিঙ্কডইনের একটি পোস্টে তরুণী জানান, ক্যাবচালকের অভব্য আচরণ ও হুমকির মুখে পড়তে হয়েছিল তাঁকে। একটি বহুলপ্রচারিত সংস্থার অ্যাপ ক্যাব বুক করেছিলেন ওই তরুণী।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, নয়ডা থেকে দিল্লির সাকেতে আসার জন্য ক্যাব বুক করেছিলেন ওই তরুণী। নয়ডা থেকে ক্যাবে উঠে তিনি চালককে বাতানুকূল যন্ত্র চালু করতে অনুরোধ করেছিলেন। অভিযোগ, সেই অনুরোধ প্রত্যাখ্যান করে ক্যাবচালক তাঁকে বলেন, যদি তিনি বাতানুকূল যন্ত্র চালু করার জন্য জোর করেন, তা হলে তিনি উঠে গিয়ে তরুণীর পেটে লাথি মেরে গর্ভস্থ সন্তানকে মেরে ফেলবেন। তরুণী উল্লেখ করেছেন যে, ওই চালক এই ভয়ঙ্কর হুমকি দিয়েই থেমে যাননি। তাঁকে মাঝপথে গাড়ি ছেড়ে দেওয়ারও নির্দেশ দেন। তরুণী তাতে রাজি না হওয়ায় চালক গোটা পথ তাঁকে হুমকি দিতে দিতে নিয়ে আসেন। তরুণীকে তিনি বলেন, ‘‘আপনি অপেক্ষা করুন। দেখুন আমি আপনার কী হাল করি।’’
এই ঘটনার পর তরুণী ওই অ্যাপ ক্যাব সংস্থাটিতে চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তরুণী অনলাইনে তাঁর এই ভয়াবহ যাত্রার বিস্তারিত তথ্য জানিয়ে সংস্থাকে ওই চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছেন। অ্যাপ ক্যাব সংস্থার সিইওকে ট্যাগ করে তিনি পোস্টে লেখেন, ‘‘এই আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়। আমি প্রচণ্ড চাপ এবং ভয়ের মধ্যে সময় কাটিয়েছি। আমি আপনাকে চালকের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।’’ তাঁর লিঙ্কডইন পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়। নেটাগরিকেরা তরুণীকে সমর্থন করে লিখেছেন, এটি এখন নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চালকদের বাতানুকূল যন্ত্র চালু করতে বলা হলেই তাঁরা আক্রমণাত্মক হয়ে ওঠেন, গালিগালাজ এবং হুমকি দিতে শুরু করেন। যত অভিযোগই হোক না কেন, কোনও লাভ হয় না বলে মত অধিকাংশ সমাজমাধ্যম ব্যবহারকারীর। সংবাদ সংস্থা ‘ইন্ডিয়া টুডে’কে তরুণী জানিয়েছেন, অ্যাপ ক্যাব সংস্থাটি ক্ষমা চেয়ে দায় সেরেছে।