uttar pradesh

এমএ পাশ চিকিৎসক! প্রেসক্রিপশনে নামের পাশে লেখা যোগ্যতা দেখে হতবাক নেটপাড়া

প্রেসক্রিপশনে দু’জন চিকিৎসকের নাম ও তাঁদের যোগ্যতা উল্লেখ করা হয়েছে। এক জন চিকিৎসকের নাম দীনেশ শ্রীবাস্তব ও অপর জন বরুণ শ্রীবাস্তব। এই বরুণ শ্রীবাস্তবই হলেন রাষ্ট্রবিজ্ঞানে এমএ ডিগ্রিধারী চিকিৎসক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ০৯:৩৪
Share:

ছবি: সংগৃহীত।

চিকিৎসকের ডিগ্রি, তা-ও আবার এমএ! প্রেসক্রিপশনে ডাক্তারের নাম এবং যোগ্যতার পাশে লেখা এমএ। সম্প্রতি এক জন চিকিৎসকের প্রেসক্রিপশনের এমনই একটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই পোস্টটি সমাজমাধ্যম ব্যবহারকারীদের নজরে পড়তেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। সংবাদ শিরোনামেও উঠে এসেছে সেই ভাইরাল প্রেসক্রিপশনের ছবি। ইনস্টাগ্রামের ‘এমআরগ্রুপএজেন্সি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্টটি ভাইরাল হয়েছে। যদিও সেই পোস্টটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসক্রিপশনটি উত্তরপ্রদেশের হরদই শহরের জাহিদপুর শহরে শ্রীবাস্তব ক্লিনিক থেকে নেওয়া হয়েছে। প্রেসক্রিপশনে দু’জন চিকিৎসকের নাম ও তাঁদের যোগ্যতা উল্লেখ করা হয়েছে। এক জন চিকিৎসকের নাম দীনেশ শ্রীবাস্তব এবং অপর জন বরুণ শ্রীবাস্তব। এই বরুণ শ্রীবাস্তবই হলেন রাষ্ট্রবিজ্ঞানে এমএ ডিগ্রিধারী চিকিৎসক।

দীনেশ শ্রীবাস্তবের যোগ্যতা হিসাবে আবার লেখা হয়েছে বিএএমএস চিকিৎসক এবং সার্জন। তার পাশে লেখা বরুণের যোগ্যতা দেখে অবাক হয়েছেন নেটাগরিকেরা প্রেসক্রিপশনে হিন্দিতে দু’টি ওষুধের নামও লেখা হয়েছে।

Advertisement

ছবিটি ছড়িয়ে পড়তেই বিতর্কের জন্ম দিয়েছে নেটমাধ্যমে। অনেকেই তাঁকে ভুয়ো চিকিৎসক আখ্যা দিয়েছেন। বহু সমাজমাধ্যম ব্যবহারকারী ঘটনাটি নিয়ে উদ্বেগপ্রকাশ করে বলেছেন, ‘‘এঁর কাছে চিকিৎসা করাতে কারা আসেন?’’ ইনস্টাগ্রামের মতো সমাজমাধ্যেম এটি মিম হিসাবে শেয়ার করা হয়েছে। নেটমাধ্যমব্যবহারকারীরা মজার মজার প্রতিক্রিয়াও জানিয়েছেন পোস্টে। এক জন ব্যবহারকারী চিকিৎসকের রাষ্ট্রবিজ্ঞান থেকে চিকিৎসাবিদ্যায় আশ্চর্যজনক পরিবর্তন সম্পর্কে মন্তব্য করেছেন। অনেকেই তাঁকে ‘রাজনৈতিক চিকিৎসক’ বলে মন্তব্য করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement