bizarre

ফেটে গেল প্যান্টের পকেটে রাখা মোবাইল ফোন! যৌনাঙ্গে গুরুতর চোট পেলেন তরুণ

১৯ বছর বয়সি অরবিন্দ নামের এক তরুণ বাজার থেকে সব্জি কিনে মোটরবাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় টোল ট্যাক্সের কাছে প্যান্টের পকেটে রাখা মোবাইল ফোনটিতে বিস্ফোরণ ঘটে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১৮:২৯
Share:
mobile phone bursts in  pocket

—প্রতীকী ছবি।

প্যান্টের পকেটে রাখা ছিল ফোন। বিস্ফোরণ ঘটে আগুন লেগে গেল প্যান্টে। পুড়ে গ‌েল এক তরুণের নিম্নাঙ্গ। গত মঙ্গলবার মধ্যপ্রদেশে ঘটেছে এই মর্মান্তিক ঘটনাটি। মোবাইল ফেটে ১৯ বছর বয়সি এক যুবকের পকেটে থাকা ফোন ফেটে যাওয়ার ফলে কুঁচকিতে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে মার্চ মাসের শেষের দিকে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ১৯ বছর বয়সি অরবিন্দ নামের এক তরুণ বাজার থেকে সব্জি কিনে মোটরবাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় টোল ট্যাক্সের কাছে প্যান্টের পকেটে রাখা মোবাইল ফোনটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তাঁর গোপনাঙ্গও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের ফলে তিনি ভারসাম্য হারিয়ে হাইওয়েতে বাইক থেকে পড়ে যান এবং গুরুতর আহত হন। চলন্ত বাইক থেকে পড়ে যাওয়ায় তার মাথায়ও আঘাত লাগে বলে পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনা ঘটার পর সারঙ্গপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার করানো হয়। পরে অরবিন্দের আঘাত গুরুতর হয়ে ওঠায় তাঁকে শাজাপুরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিবার জানিয়েছে, অরবিন্দ নামে ওই যুবক টাকা জমিয়ে একটি মোবাইল ফোন কিনেছিলেন। কয়েক দিন আগেই একটি নামী সংস্থার সেকেন্ড মোবাইলটি কিনেছিলেন তিনি। সেটি ফেটে গিয়ে চোট পান অরবিন্দ। সারঙ্গপুর হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন মোবাইল বিস্ফোরণের কারণে ওই যুবক যৌনাঙ্গেও আঘাত পেয়েছেন। যদিও এই মুহূর্তে তিনি বিপন্মুক্ত। তবে, তাঁর চিকিৎসা চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement