Bizarre

বন্ধ ঘরে আর্তনাদ দম্পতির! পুলিশ ডাকলেন চিন্তিত প্রতিবেশীরা, দরজা ভেঙে ‘উদ্ধার’ সঙ্গমরত যুগল!

সাহায্য চাই বলে কাঁদতে কাঁদতে গলা ফাটিয়ে চিৎকার করছিলেন এক তরুণী। সেই চিৎকার প্রতিবেশীর কানে পৌঁছোতেই পুলিশকে ফোন করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ১৫:২৬
Share:

ছবি: উইবো থেকে নেওয়া।

ঘরের দরজা বন্ধ। তরুণী তারস্বরে চিৎকার করে সাহায্য চাইছেন তরুণী। প্রতিবেশীর কানে সেই চিৎকার পৌঁছোতেই সঙ্গে সঙ্গে বিপদ বুঝে পুলিশকে ফোন লাগালেন। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে আবাসনে পৌঁছে গেলেন পুলিশ এবং উদ্ধারকর্মীরা। দরজা ভেঙে তরুণীকে উদ্ধার করতে গিয়েই চমকে গেলেন তাঁরা। ঘরের ভিতর এক দম্পতি সঙ্গমে লিপ্ত ছিলেন। সঙ্গমরত অবস্থায় পুলিশকে দেখে আঁতকে উঠলেন তাঁরা। সমাজমাধ্যমে এই ঘটনারই ছবি এবং ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি চলতি বছরের মার্চ মাসে চিনের গুয়াংশো প্রদেশে ঘটেছে। সাহায্য চাই বলে কাঁদতে কাঁদতে গলা ফাটিয়ে চিৎকার করছিলেন এক তরুণী। সেই চিৎকার প্রতিবেশীর কানে পৌঁছোতেই পুলিশকে ফোন করেন তিনি। সঙ্গে সঙ্গে উদ্ধারকর্মীদের নিয়ে সেখানে হাজির হয় পুলিশ। দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার শুনতে পান তাঁরাও। দেরি না করে সদর দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকে পড়েন উদ্ধারকর্মীরা। কিন্তু ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই তাঁরা বাইরে বেরিয়ে যান। কিছু ক্ষণ পর ঘর থেকে এক তরুণ খালি গায়ে বাইরে বেরিয়ে আসেন।

পিছন থেকে এলোমেলো চুলে বেরিয়ে আসেন এক তরুণীও। আসলে সেই দম্পতি আদর করতে গিয়ে এতটাই মজে উঠেছিলেন যে প্রতিবেশীর কানে তরুণীর শিৎকারের শব্দ পৌঁছে গিয়েছিল। তরুণীর আদতে কোনও বিপদ হয়নি। প্রতিবেশীরা নিজে থেকে সাহায্য করতে যাওয়ায় বরং তাঁদের রসভঙ্গ হয়ে যায়। এই ঘটনার ভিডিয়ো চিনের সমাজমাধ্যমের পাতায় ঘোরাফেরা করতে শুরু করে। কেউ মজা করে লিখেছেন, ‘‘তরুণের প্রশংসা করতে হয় দেখছি!’’ আবার এক জন লিখেছেন, ‘‘খুবই অস্বস্তিকর পরিস্থিতি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement