Elon Musk on Brain Chip

দেখতে হবে না স্ক্রিন, প্রয়োজন নেই আঙুল ছোঁয়ানোর! স্মার্টফোনের ইতি ঘটাতে নতুন প্রযুক্তি আনছেন মাস্ক

স্মার্টফোনের যুগ শেষ করতে নতুন প্রযুক্তি বাজারে আনছেন বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক। কী ভাবে কাজ করবে সেটি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ১৫:৩৪
Share:
Elon Musk

মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: সংগৃহীত।

ফোন করা, গান শোনা বা ভিডিয়ো দেখা কিংবা কেনাকাটার পর আর্থিক লেনদেন। আধুনিক সময়ে স্মার্টফোন ছাড়া জীবন অচল। কিন্তু এই বৈদ্যুতিন ডিভাইসের আর নাকি প্রয়োজনই হবে না। উল্টে ভাবনার মাধ্যমে স্মার্টফোনের যাবতীয় কাজ সেরে ফেলতে পারবে আমজনতা। তেমনই দাবি বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্কের।

Advertisement

স্মার্টফোনের সাম্রাজ্য শেষ করতে নতুন একটি প্রযুক্তি তৈরিতে জোর দিয়েছে মাস্কের সংস্থা ‘নিউরালিঙ্ক’। এর পোশাকি নাম ‘ব্রেন-কম্পিউটার ইন্টারফেস’। মাস্কের সংস্থা জানিয়েছে, এর জন্য অতি ক্ষুদ্র একটি চিপ তৈরি করেছে তারা। অস্ত্রোপচারের মাধ্যমে সংশ্লিষ্ট চিপটি গ্রাহকের মস্তিষ্কে প্রতিস্থাপন করা হবে।

মাস্কের সংস্থা সূত্রে খবর, তাদের তৈরি চিপের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই) ডিভাইসের যোগ থাকবে। অস্ত্রোপচারের মাধ্যমে মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে যুক্ত হলে কাজ শুরু করবে ওই চিপ। এর পর গ্রাহক যা ভাববেন সেইমতো বিষয়বস্তু তৎক্ষণাৎ মস্তিষ্কে আসতে শুরু করবে।

Advertisement

উদাহরণ হিসাবে বলা যায়, চিপযুক্ত গ্রাহক কারওর সঙ্গে ফোনে কথা বলতে চাইলেন। সঙ্গে সঙ্গে সেটা করতে পারবেন তিনি। তবে এর জন্য স্মার্টফোন ব্যবহার করতে হবে না তাঁকে। একই ভাবে অন্যান্য কাজ অর্থাৎ ফোন করা, গান শোনা বা গুগ্‌ল ম্যাপের মাধ্যমে গন্তব্যের ঠিকানা এআই ডিভাইসের মাধ্যমে সরাসরি মস্তিষ্কে থাকা চিপে জানতে পারবেন ওই ব্যক্তি।

মাস্কের সংস্থা ইতিমধ্যেই দু’জনের মধ্যে ‘ব্রেন-কম্পিউটার ইন্টারফেস’-এর সফল পরীক্ষা চালিয়েছে। কিন্তু এর বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিশেষজ্ঞদের দাবি, এর সাহায্যে এআই ডিভাইস নির্মাণকারী সংস্থাটি সংশ্লিষ্ট গ্রাহককে নিজেদের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারে। দ্বিতীয়ত, অস্ত্রোপচারের সময়ে সামান্যতম ভুল হলে ওই গ্রাহকের মৃত্যু পর্যন্ত হতে পারে। ফলে এই প্রযুক্তি আদৌ কতটা দিনের আলো দেখবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement