ছবি: সংগৃহীত।
এক মিটার কাপড়ের দাম ৪ লক্ষ টাকা! অর্থাৎ, সেই কাপড় দিয়ে তৈরি পোশাক কিনতে যে খরচ হবে, সেই টাকায় অনায়াসে একটি ভাল গাড়ি কেনা হয়ে যাবে। অবিশ্বাস্য মনে হলেও সত্যিই এই কাপড়ের দাম আকাশছোঁয়া। বিশ্বের ‘সবচেয়ে দামি’ এই কাপড় যে উল দিয়ে তৈরি হয়, তার নাম ‘ভিকুনা’। আন্দিজ পর্বতমালায় উটজাতীয় প্রাণী ভিকুনার পশম থেকে তৈরি হয় এই কাপড়।
কিন্তু কেন ভিকুনা কাপড়ের এত দাম? কী তার বিশেষত্ব? শীতের পোশাক তৈরির জন্য বিখ্যাত ভিকুনা পশম খুবই সূক্ষ্ম, পাতলা এবং নরম। সূক্ষ্ম পশম আবার আঁশ জাতীয় আস্তরণ দিয়ে ঢাকা। যা আন্দিজের ঠান্ডা আবহাওয়া থেকে ভিকুনার শরীরকে রক্ষা করে। আর সেই বিশেষত্বের জন্যই পশমের এত দাম। পাশাপাশি, ভিকুনার শরীর থেকে পশম তিন বছরে এক বার মাত্র কাটা যায়। একটি প্রাণী থেকে সর্বসাকুল্যে ১৫০ গ্রাম পশম পাওয়া যায়। সেই পশম কাটতে হয় অতি সাবধানে।
ভিকুনা উলের রমরমা বৃদ্ধি পায় ইনকা সাম্রাজ্যের সময়ে। এই পশমের তৈরি পোশাক এতই আরামদায়ক এবং মূল্যবান বলে বিবেচিত হয়েছিল যে, সম্রাট এবং তাঁর নিকটাত্মীয়দের বাইরে কারও এই পশম ব্যবহারের অনুমতি ছিল না। তবে পরবর্তী কালে শিকারের কারণে ভিকুনার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমতে থাকে। ১৯৬০-এর দশকে এই প্রাণীকে বিরল হিসাবে ঘোষণা করা হয়।
অনেক চাহিদা থাকা সত্ত্বেও ভিকুনা পশমের সরবরাহ খুব সীমিত। উৎকৃষ্ট মানের সেই পশম সংগ্রহও যথেষ্ট কষ্টসাধ্য। আর সেই কারণেই এই পশমের দাম এত বেশি। মোটামুটি মানের এক মিটার ভিকুনা কাপড়ের দাম প্রায় তিন হাজার ডলার। ভাল ভিকুনার দাম মিটার প্রতি পাঁচ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় চার লক্ষ টাকারও বেশি) পর্যন্ত হতে পারে। ভিকুনা পশমের তৈরি পোশাক পরার সাধ্যি সকলের নেই। খুব ধনী ব্যক্তি ছাড়া এই পশমের তৈরি পোশাক চট করে কেউ কেনেন না।