viral video of steal

হ্যালোউইনের রাতে আজব চুরি! বাড়ি বাড়ি হানা দিয়ে বিনা বাধায় ঝুলি ভরাল চোর

সমাজমাধ্যম প্রভাবী ও ‘দ্য ফকনার শো’-এর সঞ্চালক হ্যারিসন ফকনারের এক্স হ্যান্ডল থেকে এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৪:২৫
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

হ্যালোউইনের রাত, চারদিক সুনসান, পথঘাটও জনমানবহীন। পাশ্চাত্যের ‘ভূত চতুর্দশী’ হ্যালোউইন উৎসব চলছে কানাডা জুড়ে। সেই উৎসবের রাতে পাড়ায় হানা দিল চোর। এলাকার প্রতিটি বাড়ি থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে গেল। সম্প্রতি সমাজমাধ্যম এক্স থেকে সেই অদ্ভুত চুরির দৃশ্যের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সমাজমাধ্যম প্রভাবী ও ‘দ্য ফকনার শো’-এর সঞ্চালক হ্যারিসন ফকনারের এক্স হ্যান্ডল থেকে এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ৩১ অক্টোবর কানাডার অন্টারিয়োর মারখমে হ্যালোউইন উৎসবের রাতে সিসিটিভি ফুটেজের ধরা পড়েছে আজব চুরি। (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

হ্যালউইনের সাজে সেজে উঠেছে এলাকার বাড়িগুলি। ভিডিয়োয় দেখা গিয়েছে লাল রঙের পোশাক পরিহিত এক মহিলা ঘুরে বে়ড়াচ্ছেন ওই এলাকায়। প্রথা অনুযায়ী, হ্যালউইনের রাতে শিশুদের জন্য চকোলেট ও নানা জিনিসপত্র রাখা থাকে। ভিডিয়োয় দেখা গিয়েছে একটি বড় ব্যাগ নিয়ে তার মধ্যে চুপিচুপি চকোলেট এবং এমনকি খাবারের বাটি পুরে নিয়ে চলে যাচ্ছে চোর। ভিডিয়োটি সমাজমাধ্যমে বেশ নজর কেড়েছে। পাঁচ লক্ষের বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যম ব্যবহারকারীরা বিভিন্ন মন্তব্য এবং প্রতিক্রিয়া দিয়েছেন। চোর একের পর এক বাড়িতে হানা দিয়ে যে ভাবে চুপিসারে কাজ সারছেন তা বিস্মিত করেছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement