ছবি: সংগৃহীত।
হিন্দি-বিরোধী শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন তামিলনাড়ুর ডিএমকে দলের একঝাঁক নেতা। তাঁদের মধ্যে এক পুরপিতাকে দেখা গেল এক নেত্রীর হাত থেকে সোনার অলঙ্কার খুলে নিতে। ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সমাজমাধ্যমে ঝড় তুলেছে ভিডিয়োটি। হঠাৎ করে সেই নেতা কেন দলীয় সহকর্মীর হাত থেকে বালা খুলে নেওয়ার চেষ্টা করছেন, তা নিয়ে ধন্ধে পড়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ভাইরাল হয়েছে ভিডিয়োটি (যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
ভিডিয়োয় টি ডিএমকে পুরপিতা জাকির হুসেনকে একটি অনুষ্ঠানে হাজির হতে দেখা গিয়েছে। সেখানে উপস্থিত নেতারা হিন্দি ভাষার বিরুদ্ধে শপথ নিচ্ছেন । মহিলা-সহ বেশ কয়েক জন ডিএমকে নেতাও উপস্থিত ছিলেন এই প্রতিবাদ অনুষ্ঠানে। শপথগ্রহণের সময় জাকির হুসেন নামের সেই নেতাকে দেখা গিয়েছে, তিনি তাঁর পাশে দাঁড়ানো মহিলা নেত্রীর হাত বার বার স্পর্শ করছেন। তাঁর চুড়ি খুলে ফেলার চেষ্টা করতে দেখা গিয়েছে তাঁকে। পাশে দাঁড়িয়ে থাকা অন্য এক মহিলা জ়াকিরের হাতে থাপ্পড় মেরে তাঁকে নিরস্ত করার চেষ্টা করছেন। তা সত্ত্বেও একাধিক বার জ়াকিরের এই আচরণ ধরা পড়েছে ভিডিয়োয়।
ভিডিয়ো দেখে তীব্র সমালোচনা করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। মন্তব্য বিভাগে এক জন ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, “নেতা কি সোনার চুড়ি হাতানোর চেষ্টা করছিলেন?’’ অন্য এক জন ব্যবহারকারীর মন্তব্য, ‘‘এটা কি খুনসুটি, না স্পর্শ করার অছিলা?’’