ছবি: সংগৃহীত।
ফোনে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটছিলেন তরুণী। কোলে ছিল একটি শিশু। বার্তালাপে এতই মগ্ন ছিলেন ওই তরুণী যে সামনের একটি খোলা ম্যানহোল রয়েছে তা খেয়ালই করেননি। রাস্তা চলতে চলতে সেই বিশাল গর্তে শিশু-সহ পড়ে গেলেন তরুণী। গোটা ঘটনার একটি সিসিটিভি প্রকাশ্যে আসার পর তা দেখে আঁতকে উঠেছেন দর্শকেরা। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। হৃদয়বিদারক ভিডিয়োটি ইনস্টাগ্রামে ব্যাপক ভাবে শেয়ার করা হয়েছে। যদিও ঘটনাটি কোথায় ঘটেছে তা ভিডিয়ো থেকে স্পষ্ট হয়নি। এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভিডিয়োয় দেখা গিয়েছে, সালোয়ার-কামিজ পরা এক তরুণী ডান হাতে একটি শিশুকে কোলে জড়িয়ে নিয়ে বাঁ হাতে ফোনে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটছিলেন। ফোনে কথা বলতে গিয়ে তিনি খেয়ালই করতে পারেননি সামনে অপেক্ষা করছে মৃত্যুফাঁদ। পা ফস্কে তিনি বেকায়দায় সজোরে ঢুকে পড়েন গর্তের ভিতরে। ভিতের পড়তেই অদৃশ্য হয়ে যান মহিলা ও শিশুটি। সংবাদমাধ্যমে বলা হয়েছে, মহিলার কোলে থাকা শিশুটির বয়স মাত্র ৯ মাস। রাস্তায় ধাক্কা লাগায় শিশুটির মাথায় সম্ভবত চোট লেগেছে বলে মনে করা হয়েছে। ভিডিয়োটি দেখে শিশুটির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারী। আবার অনেকেই তরুণীর আচরণের সমলোচনা করেছেন। শিশুকে কোলে নিয়ে মোবাইলে কথা বলতে গিয়ে তিনি অসতর্কতার পরিচয় দিয়েছেন বলে মম্তব্য করেছেন বহু সমাজমাধ্যম ব্যবহারকারী।
এক ব্যক্তি লিখেছেন, ‘‘শিশুটির মাথা ম্যানহোলের কিনারায় প্রচণ্ড আঘাত পেয়েছে। ঈশ্বর শিশুটিকে এবং তার মাকে রক্ষা করুন।’’ অন্য এক জন নেটাগরিকের মতে মোবাইল এই প্রজন্মের সবচেয়ে বড় অভিশাপ।