—প্রতীকী চিত্র।
এক দিকে ঝাঁ চকচকে বন্দে ভারত এক্সপ্রেস। যাকে নিয়ে ক্ষণে ক্ষণেই গর্ব করতে দেখা যায় ভারতীয় রেল এমনকি, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। তবে সেটি হল মুদ্রার এক পিঠ। অন্য পিঠে এই ভারতীয় রেলেরই দৈন্য দশার ছবি। দেশের অন্য একটি এক্সপ্রেস ট্রেনের অন্দর সজ্জা দেখলে গায়ে কাঁটা দেয়! কোথাও খোলা পেরেক, কোথাও ভেঙে বেরিয়ে এসেছে লোহার রড, দেওয়ালে রঙ চটে গিয়েছে আবার কোথাও দেওয়ালের ফাটল দিয়ে বাইরে থেকে ঢুকছে ঠান্ডা হাওয়া।
এমনই একটি ট্রেনের ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে । ভিডিয়োটি পোস্ট করে এক এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘‘ভগবানের ভরসায় চলছে ট্রেন!’’
ভিডিয়োটি সমাজ মাধ্যমে পোস্ট করার পরই তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। ভারতীয় রেলের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কেউ আবার বলেছেন, ভারতীয় রেল কিছু ট্রেনের প্রতি পক্ষপাতদুষ্ট। আর কিছু ট্রেন নিয়ে মাথা ঘামানোরই প্রয়োজন মনে করে না তারা।
ভিডিয়োর ট্রেনটির নাম মৌর্য্য এক্সপ্রেস। যে ছবি তোলা হয়েছে, তা ওই ট্রেনের দ্বিতীয় শ্রেণির কামরার ভিতরের। যে দ্বিতীয় শ্রেণির কামরাতেই সফর করেন ভারতের অর্ধেকের বেশি রেল যাত্রী।
ওই ভিডিয়ো দেখে পরে অবশ্য জবাব দেয় রেলও। ভিডিয়োটি এক্সে শেয়ার করে লখনউয়ের বিভাগীয় রেল ম্যানেজারকে ট্যাগ করে তারা। তিনিও ওই যাত্রীকে তাঁর পিএনআর নম্বর এবং অভিযোগ সবিস্তার জানাতে বলেন।