viral video

ভালুকের তাড়া খেয়ে সটান গাছে উঠলেন তরুণ, বিশাল বপু নিয়ে গাছে উঠল শিকারিও! তার পর?

এক ব্যক্তির পিছনে ধাওয়া করেছে একটি বাদামি ভালুক। হিংস্র প্রাণীটির থাবার আঘাত থেকে বাঁচতে তিনি উপায় না দেখে তিনি একটি গাছের উপর উঠে যাওয়ার চেষ্টা করছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ০৯:৫৭
Share:
a wild bear chasing a hiker in a tree

ছবি: এক্স থেকে নেওয়া।

জঙ্গলের রাজত্বে ভালুকের নখের আঁচড়কে রীতিমতো ভয় পায় কমবেশি সব প্রাণী। ছোট খাটো প্রাণী তো বটেই বনের রাজা বাঘ সিংহরাও পারতপক্ষে এড়িয়ে চলতেই ভালবাসে ভালুককে। ভালুকের মেজাজ মর্জি বোঝা বেশ কঠিন। হিংস্র হয়ে উঠলে রোমশ প্রাণীটিকে সমঝে চলে বনের পশুরাও সেখানে মানুষ এদের সামনে পড়লে তো কথাই নেই। যদিও ভালুক চট করে আক্রমণ করে না মানুষকে। সাধারণত ক্ষুধার্ত থাকলে অথবা ভয় পেয়ে আত্মরক্ষার স্বার্থে আক্রমণ করে বসে মানুষকে। তবে এক বার আক্রমণ শানালে বা তাড়া করলে তারা শিকারকে চট করে ছাড়ে না। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে যেখানে দেখা গিয়েছে এক ব্যক্তিকে তাড়া করে গাছে তুলে দিয়েছে একটি বিশাল ভালুক। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

নেচার ইজ় ব্রুটাল নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে এক ব্যক্তির পিছনে ধাওয়া করেছে একটি বাদামি রঙের ভালুক। হিংস্র প্রাণীটির থাবার আঘাত থেকে বাঁচতে তিনি উপায় না দেখে তিনি একটি গাছের উপর উঠে যাওয়ার চেষ্টা করছেন। কিছু দূর উঠতেই ভালুকটিও তাঁর পিছন পিছন গাছে চড়ার চেষ্টা করে। দাঁত দিয়ে ওই ব্যক্তির পা ধরে টেনে নামানোর চেষ্টা করতে থাকে সেটি। শিকারের নাগাল পেতে গাছে চড়ার চেষ্টা করে সেটি। ভিডিয়োটি দেখলে মনে হবে এই বুঝি গাছে চড়া ব্যক্তির পা ধরে টেনে নামিয়ে ফেলবে ভালুকটি। ভারী শরীর নিয়ে অবশ্য ভালুকটি গাছের উপরে উঠতে পারেনি।

ভিডিয়োর শেষে দেখা গিয়েছে ওই ব্যক্তি গাছের মাঝ বরাবর উঠে পড়তে সক্ষম হন। ব্যর্থ হয়ে বাধ্য হয়ে ভালুকটি শিকারের আশা ত্যাগ করে গাছ থেকে নেমে আসে। ভাইরাল হওয়া এই ভিডিয়োটি ৮ এপ্রিল পোস্ট করা হয়েছে। এই ভিডিয়োটি কোথায় তোলা হয়েছে তা অবশ্য জানা যায়নি। ভিডিয়োটি ইতিমধ্যেই ১১ লক্ষ বার দেখা হয়েছে। প্রচুর লাইক কমেন্ট জমা পড়েছে ভিডিয়োয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement