—প্রতীকী ছবি।
আদালতের বিচারকদের সামনে শুনানির সময় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করলেন এক ব্যক্তি। আর তাতেই চটে গেলেন এজলাসে থাকা বিচারপতিরা। ২৬শে মার্চ নিউ ইয়র্কের একটি আদালতে এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। কর্মসংস্থান সংক্রান্ত একটি মামলায় অভিযোগকারী জ়েরোম ডিওয়াল্ড শুনানির জন্য হাজির হয়েছিলেন আদালতে। অভিযোগকারী জানান, তিনি তাঁর যুক্তিগুলি একটি ভিডিয়োর মাধ্যমে আদালতের সামনে পেশ করতে চান। বিচারপতিরা অনুমতি দিলে ভিডিয়োটি চালানো হয়। সেই ভিডিয়োয় এক তরুণকে দেখা যায় যিনি আদালতের সামনে বক্তব্য রাখতে শুরু করেন। সেই ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশিতও হয়েছে। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
জ়েরোমের ভিডিয়ো দেখে প্রথমে খানিকটা হকচকিয়ে যান বিচারপতিরা। বিচারপতি মানজানেট ড্যানিয়েলস জ়েরোমকে জিজ্ঞাসা করেন ভিডিয়োয় দেখা ব্যক্তি কি তাঁর আইনজীবী? উত্তরে ডিওয়াল্ড বলেন ‘‘আমি এটা তৈরি করেছি। ওটা আসল মানুষ নয়, এআই।’’ জ়েরোমের স্বীকারোক্তি শুনে মোটেই খুশি হয়নি আদালত। বিচারপতিরা জানান, তিনি যে এআই ব্যবহার করতে চাইছেন তা আদালতকে আগে জানানো উচিত ছিল। এর পরই বিচারপতি জানান, আদালত বিভ্রান্তি পছন্দ করে না। তিনি এই ভিডিয়োটি দ্রুত বন্ধ করার জন্য নির্দেশ দেন। ডিওয়াল্ড জানান যে মামলায় তাঁর প্রতিনিধিত্বকারী কোনও আইনজীবী ছিলেন না। ফলে তাঁকে নিজেই আইনি যুক্তি উপস্থাপন করতে হয়েছিল। তিনি তাই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়েছিলেন। তিনি ভেবেছিলেন এ আই নিখুঁতভাবে তাঁর হয়ে সংলাপটি উপস্থাপন করতে পারবে।