viral video

ভবিষ্যদ্বাণী ছেড়ে বাঁশি বাজানোয় মজলেন আইআইটি বাবা, বেসুরো বলল সমাজমাধ্যম!

অভয় সিংহ ওরফে আইআইটি বাবাকে এ বার দেখা গেল বাঁশি বাজানোয় মন দিতে। ভবিষ্যৎ নিয়ে আপাতত মাথাব্যথা নেই এই বাবার। একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা গিয়েছে ফুরফুরে মেজাজে বাঁশি নিয়ে মেতে আছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১৪:২৭
Share:
IIT baba playing flute

ছবি: সংগৃহীত।

মহাকুম্ভ থেকে ভাইরাল হওয়া আইআইটি বাবার জনপ্রিয়তা তুঙ্গে। প্রতি বারই নানা বিতর্কে জড়িয়েছেন এই সাধু। ভারতীয় ক্রিকেট দলের হার-জিত নিয়ে ভবিষ্যদ্বাণী করা হোক বা ভবিষ্যৎ নিয়ে বড় বড় দাবি করা— অদ্ভুত বক্তব্যের কারণে তিনি প্রায়শই ঝড় তোলেন সমাজমাধ্যমে। সেই অভয় সিংহ ওরফে আইআইটি বাবাকে এ বার দেখা গেল বাঁশি বাজাতে। ভবিষ্যৎ নিয়ে আপাতত মাথাব্যথা নেই এই বাবার। একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা গিয়েছে ফুরফুরে মেজাজে বাঁশি নিয়ে মেতে আছেন তিনি। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

৭০ সেকেন্ডের সেই ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে ঘুরে ঘুরে বাঁশি বাজাচ্ছেন তিনি। জায়গাটি বারান্দা বা ছাদ বলেই মনে হচ্ছে। পরনে জরির পাড়ওয়ালা ধুতি, হাতে মেহন্দি, বড় বড় নখে নেলপলিশ, গলায় রুদ্রাক্ষ ছাড়াও রয়েছে বড় বড় পাথর ও মুক্তোর মালা। মগ্ন হয়ে বাঁশি বাজালেও তাতে কী সুর বাজাচ্ছিলেন বাবা, তা বুঝে উঠতে পারেননি সমাজমাধ্যম ব্যবহারকারীরা। বাঁশির সুর অনুমান করতে পারেননি তাঁরা। বারান্দা বা ছাদে ঘুরে ঘুরে বাঁশি বাজাতে দেখা গিয়েছে তাঁকে। অভয় সিংহ নিজের ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি পোস্ট করেছেন। এখনও পর্যন্ত এই ভিডিয়োটি সাড়ে আট লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। ভিডিয়োয় ৪৯ হাজারেরও বেশি নেটমাধ্যম ব্যবহারকারী লাইক দিয়েছেন। পোস্টটিতে ১ হাজার ৩০০ জনেরও বেশি মন্তব্য জমা পড়েছে।

এক জন ব্যবহারকারী ব্যঙ্গ করে লিখেছেন, ‘‘বাবা বাঁশিতে কোন সুর বাজাচ্ছেন?’’ অন্য এক জন ব্যবহারকারী লিখেছেন, ‘‘কী অসাধারণ নাটকটিই না করলেন বাবা।’’ তৃতীয় জন একটি প্রশ্ন জিজ্ঞাসা করে লিখেছেন , ‘‘বাবাজি এ সব ছাড়ুন। কে আইপিএল জিতবে, দয়া করে আপনার সমস্ত আধ্যাত্মিক শক্তি দিয়ে বলুন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement