ছবি: সংগৃহীত।
রাজ্যপালের কনভয় যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকার অপরাধে এক ব্যক্তিকে পেটাল পুলিশ। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের আনন্দনগরের ঘটনা। ১৯ জানুয়ারি সকালে রাজ্যপালের কনভয় ওই এলাকা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি রাস্তার উপর দাঁড়িয়ে ছিলেন। সেখানেই যান নিয়ন্ত্রণ করছিলেন এক ট্র্যাফিক পুলিশকর্মী। কনভয়ের খুব কাছে পথচারীকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি এগিয়ে গিয়ে ওই পথচারীকে লাথি মারেন। সেই ঘটনারই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
সমাজমাধ্যমে ‘মিউট হিন্দু’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে উর্দিধারী পুলিশকর্মী ছুটে এসে ওই ব্যক্তির জামার কলার ধরে টেনে নিয়ে মাটিতে ফেলে দেন ও তিরস্কার করতে থাকেন। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োয় আরও দেখা গিয়েছে দেখা যায়, ট্র্যাফিক পুলিশ তাঁকে প্রথমে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তিনি উঠে দাঁড়িয়ে হাঁটতেই পাশে গিয়ে তাঁকে তিন বার লাথি মারেন পুলিশকর্মী। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়ো বিতর্ক উস্কে দিয়েছে। ভোপাল ট্র্যাফিকের ডিসিপি বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
অতিরিক্ত ডিসিপি বিক্রম রঘুবংশী সংবাদমাধ্যমে জানান, সম্ভাব্য ঝুঁকির কারণে রাজ্যপালের কঠোর নিরাপত্তার বেষ্টনীর মধ্যে কনভয়ের কাছাকাছি যেতে দেওয়া হয় না। পুলিশ সতর্ক করা সত্ত্বেও, ব্যক্তিটি সেই কনভয়ের কাছে এসে পড়েন। ভিডিয়ো ফুটেজ দেখে তদন্ত করছে পুলিশ বলে জানিয়েছেন তিনি।