Pushpa 2 Cast Fees

অল্লুর পকেটে ৩০০ কোটি, রশ্মিকাও নিচ্ছেন কয়েক কোটি! ‘পুষ্পা ২’-এ অভিনয় করে টাকার পাহাড়ে অভিনেতারা

‘পুষ্পা ১’-এর সাফল্যের পর লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে অল্লুর পারিশ্রমিকের পরিমাণ। কানাঘুষো শোনা যায়, আগের চেয়ে ছ’গুণ বেশি পারিশ্রমিক আদায় করেছেন অভিনেতা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১০:২১
Share:
০১ ১৬

ছবিমুক্তির তারিখ বার বার পিছিয়ে গিয়েছে। তবে ছবি নির্মাণের সময় যত খরচ হয়েছে, মুক্তির আগেই তার চেয়ে বেশি উপার্জন করে ফেলেছে ‘পুষ্পা ২’।

০২ ১৬

চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’। তেলুগু ভাষার পাশাপাশি তামিল, কন্নড়, মালয়ালম, হিন্দি, এমনকি বাংলা ভাষাতেও মুক্তি পাচ্ছে এই ছবি। বক্স অফিস সূত্রে খবর, এই ছবির নির্মাণে খরচ হয়েছে ৪০০ থেকে ৫০০ কোটি টাকা।

Advertisement
০৩ ১৬

একটি রিপোর্টে দাবি করা হয়েছে, প্রেক্ষাগৃহে বিভিন্ন ভাষায় ‘পুষ্পা ২’ প্রদর্শনের স্বত্ব ৬৬০ কোটি টাকায় বিক্রি করেছেন নির্মাতারা। এর মধ্যে তেলুগু ভাষার স্বত্ব বিক্রি করা হয়েছে ২২০ কোটি টাকায়। ছবির হিন্দি সংস্করণের স্বত্ব বিক্রি করা হয়েছে ২০০ কোটি টাকায়। অন্য দিকে, তামিল ভাষার জন্য নির্মাতারা নিয়েছেন ৫০ কোটি টাকা। আন্তর্জাতিক পরিবেশনার স্বত্ব বিক্রি করা হয়েছে ১৪০ কোটি টাকায়।

০৪ ১৬

শোনা যাচ্ছে, এই ছবির ওটিটি, স্যাটেলাইট এবং সঙ্গীতের স্বত্ব বিক্রি হয়েছে মোট ৪২৫ কোটি টাকায়। একটি ওটিটি মাধ্যম ছবিটি ২৭৫ কোটি টাকায় কিনেছে। ছবির সঙ্গীত এবং স্যাটেলাইট স্বত্ব বিক্রি করা হয়েছে যথাক্রমে ৬৫ কোটি এবং ৮৫ কোটি টাকায়। ছবিমুক্তির আগেই প্রযোজনা সংস্থার ঘরে ঢুকে পড়েছে খরচের প্রায় দ্বিগুণ টাকা।

০৫ ১৬

২০২১ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা ১’। বলিপাড়া সূত্রে খবর, এই ছবিতে অভিনয়ের জন্য ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অল্লু অর্জুন।

০৬ ১৬

‘পুষ্পা ১’-এর সাফল্যের পাশাপাশি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে অল্লুর পারিশ্রমিকের পরিমাণও। কানাঘুষো শোনা যায়, প্রথম পর্বের চেয়ে এ বার ছ’গুণ বেশি পারিশ্রমিক আদায় করেছেন অভিনেতা।

০৭ ১৬

ফিল্মপাড়া সূত্রে খবর, ‘পুষ্পা ২’ ছবিতে অভিনয় করে ৩০০ কোটি টাকা আয় করেছেন অল্লু।

০৮ ১৬

‘পুষ্পা ১’ ছবিতে অল্লুর প্রেমিকার চরিত্রে অভিনয় করতে দেখা যায় রশ্মিকা মন্দনাকে। ওই ছবিতে অভিনয় করে ৮ থেকে ১০ কোটি টাকা আয় করেছিলেন দক্ষিণী অভিনেত্রী।

০৯ ১৬

‘পুষ্পা ২’ ছবিতেও অল্লুর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে রশ্মিকাকে। কিন্তু নায়কের সঙ্গে পারিশ্রমিকের বিস্তর ফারাক নায়িকার। ফিল্মপাড়ার গুঞ্জন, রশ্মিকার চেয়ে ৩০ গুণ বেশি আয় করেছেন অল্লু।

১০ ১৬

সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘পুষ্পা ২’ ছবিতে অভিনয় করে ১০ কোটি টাকা উপার্জন করেছেন রশ্মিকা।

১১ ১৬

‘পুষ্পা ১’-এ কম সময় পেলেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল দক্ষিণের জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিলকে। ‘পুষ্পা ২’-এ তাঁর চরিত্র আরও পরিণত হয়েছে। পারিশ্রমিকও আগের চেয়ে বেশি পাচ্ছেন তিনি।

১২ ১৬

‘পুষ্পা ১’ ছবিতে অভিনয় করে সাড়ে তিন কোটি টাকা উপার্জন করেছিলেন ফাহাদ।

১৩ ১৬

ফিল্মপাড়ার অন্দরমহল সূত্রে খবর, ‘পুষ্পা ২’ ছবিতে অভিনয় করে আট কোটি টাকা আয় করেছেন ফাহাদ।

১৪ ১৬

‘পুষ্পা ১’ ছবিতে আইটেম গানের দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিল দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে। কানাঘুষো শোনা যায়, গানের দৃশ্যে অভিনয় করতে দেড় কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি।

১৫ ১৬

একাংশের দাবি, ‘পুষ্পা ২’ ছবিতে দেখা পাওয়া যাবে না সামান্থার। তবে ছবি থেকে বাদ পড়ছে না ‘আইটেম সং’। অল্লুর সঙ্গে সেই গানের দৃশ্যে দেখা যাবে অন্য এক অভিনেত্রীকে।

১৬ ১৬

‘পুষ্পা ২’ ছবির ‘আইটেম সং’-এর দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলাকে। অধিকাংশের দাবি, নাচের দৃশ্যে অভিনয় করে দু’কোটি টাকা আয় করেছেন শ্রীলীলা।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement