ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
প্রাণের চেয়ে প্রিয় পোষ্যকে খাবার খাওয়াতে গিয়ে বিপদে পড়লেন তরুণ। পোষ্য সাপটি তার নিজের কাচের ঘরে রাখা গাছের ডালের উপর এঁকেবেঁকে ঘুরে বেড়াচ্ছিল। সেই সময়ে সাঁড়াশির মতো দেখতে একটি যন্ত্রে ছোট্ট একটা ইঁদুর নিয়ে কাচের ঘরের ভিতর হাত ঢোকালেন তরুণ। সাপটির মুখের সামনে বার বার ইঁদুরটিকে নাচিয়ে তাকে লোভ দেখানোরও চেষ্টা করলেন। আর তখনই তরুণের কপালে নেমে এল ‘শনি’। ভয়ঙ্কর সরীসৃপটি ইঁদুরটিকে না ধরে এগিয়ে গেল তরুণের হাতের দিকে। তীক্ষ্ণ দাঁত বার করে আঙুলে বসাল জোরালো কামড়। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভয়ঙ্কর সেই ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানা যায়নি।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কাচের তৈরি ঘরের মধ্যে রাখা গাছের ডাল বেয়ে ঘুরে বেড়াচ্ছে একটি সাপ। ভিডিয়ো সাপটির গায়ে হলুদ ও কালো রঙের ছোপ ছোপ। চকচকে শরীর এঁকিয়ে বেঁকিয়ে নিজের মতো ঘুরে বেড়াচ্ছিল সাপটি। তখনই এক জন তরুণ সাপটিকে খাবার খাওয়ানোর জন্য এগিয়ে গেলেন। সাঁড়াশির মতো দেখতে বিশেষ এক যন্ত্রের মধ্যে একটি ইঁদুর ধরে কাচের ঘরের ভিতর হাত ঢোকালেন। সাপটি একদৃষ্টে তরুণের হাতের দিকে তাকিয়ে রইল। সাপের ঘরে হাত ঢুকিয়েই ক্ষান্ত হলেন না তরুণ। সাপটিকে লোভ দেখানোর জন্য হাতটি বার বার নাড়িয়ে তাকে খাবার খাওয়ার জন্য ডাকতে লাগলেন। সাপটি ডাকে সাড়া দিল, কিন্তু ইঁদুরের বদলে কামড় বসাল তরুণের হাতের আঙুলে। তরুণের হাতের দিকে দৃষ্টি স্থির রেখে ভয়ঙ্কর সরীসৃপটি সোজা এসে কামড় বসিয়ে দেয়। তরুণ তৎক্ষণাৎ ব্যথায় ও ভয়ে চিৎকার করে ওঠে। তরুণের হাত থেকে ইঁদুরটিও পড়ে যায়। কিন্তু সাপটি তরুণকে ছাড়েনি। নীচের দাঁত দু’টি তরুণের হাতের আঙুলে বিঁধিয়ে রেখে হাতটি পেঁচিয়ে ধরে সে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘লামাইসন_রেপটাইলস’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে এক লক্ষেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। ভিডিয়োটিতে মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। নানা রকম মন্তব্য করে নেটাগরিকেরা মন্তব্যবাক্স ভরিয়ে তুলেছেন।