Viral Video

সদ্য মা হওয়া বিড়ালের জন্য বাসা বানাচ্ছে বন্ধু পায়রা, নজরে রাখল বান্ধবীর বাচ্চাদের দিকে! ভাইরাল ভিডিয়ো

একটি পায়রা মুখে করে খড়কুটো নিয়ে এসে বাসা বাঁধছে তার বিড়াল বন্ধুর জন্য। কিন্তু এর পিছনে একটি বিশেষ কারণও রয়েছে। পায়রাটির প্রাণের বন্ধু বিড়াল সদ্য মা হয়েছে। বিড়ালটির ‘কোলে’ এসেছে তুলোর মতো ছোট্ট ছোট্ট চারটি ছানা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৩:৩১
Share:
cat and pigeon

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

বিড়াল ও পাখির মধ্যে সচরাচর খুব একটা সখ্য দেখা যায় না। তাদের সম্পর্কটা খাদ্য-খাদকের। বিড়াল যে কেবল ইঁদুর আর আরশোলাই মারে তা নয়। বাঘের মাসি বিড়ালের দুর্নাম রয়েছে ঝোপ বুঝে নিরীহ পাখিদের ঘাড়ে ‘কোপ’ বসানোরও। কিন্তু সমাজমাধ্যমের পাতায় সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিয়োটিকে ব্যতিক্রমই বলা যায়।

Advertisement

একটি পায়রা মুখে করে খড়কুটো নিয়ে এসে বাসা বাঁধছে তার বিড়াল বন্ধুর জন্য। কিন্তু এর পিছনে একটি বিশেষ কারণও রয়েছে। পায়রাটির প্রাণের বন্ধু বিড়াল সদ্য মা হয়েছে। বিড়ালটির ‘কোলে’ এসেছে তুলোর মতো ছোট্ট ছোট্ট চারটি ছানা। সেই আনন্দে পায়রাটি তার বন্ধু বিড়ালের পরিবারের জন্য বাসা বানাচ্ছে। মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি পায়রা মুখে করে খড়কুটো নিয়ে হাঁটতে হাঁটতে একটি বাড়ির গ্যারাজের ভিতর ঢুকছে। পায়রাটিকে দেখে মনে হচ্ছে সে খুব ব্যস্ত। কিন্তু এত নিপুণতার সঙ্গে বাসাটি সে নিজের জন্য বানাচ্ছে না। তার বন্ধু বিড়াল সদ্য মা হয়েছে। তাই পায়রাটি বন্ধুর সন্তানদের জন্য বাসা বানিয়ে দিচ্ছে, যাতে তারা সুরক্ষিত থাকতে পারে। সেই গ্যারাজের একটি কোনায় বাচ্চাদের নিয়ে শুয়ে রয়েছে মা বিড়ালটি। তাদের পাশে এনে সেই খড়কুটোগুলিকে জমা করছে পায়রাটি। মনের মতো বাসা বানানোর পর পায়রাটি নিজেও মা বিড়ালটির পেটের উপর চেপে বসে। মা বিড়ালের পেটের উপর বসে বসেই সে বাচ্চা বিড়ালগুলি ঠিকঠাক রয়েছে কি না সেটা দেখতে থাকে। মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

Advertisement

‘উইরাল্লি’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ভিডিয়োটিতে প্রচুর লাইক ও কমেন্ট পড়েছে। নেটাগরিকেরা নানা রকমের মন ভাল করা মন্তব্য করে মন্তব্যবাক্স ভরিয়ে তুলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement