ভৌতিক কান্ড।
প্রাচীন কালের বিশাল বাড়ি। তাকেই সাজিয়ে গুছিয়ে রেস্তোঁরা বানিয়ে নেওয়া হয়েছিল। নাম দেওয়া হয়েছিল লাইব্রেরি রেস্তোরাঁ। কিন্তু সেই রেস্তোরাঁয় মাঝে মধ্যেই অতিথিদের অদ্ভুত সব অভিজ্ঞতা হতো।
কখনও তাঁরা শৌচাগারের কাছে কাউকে দেখতে পেতেন! তো কখনও আলো আঁধারি জায়গায় গায়ে কাঁটা দেওয়া অনুভূতি হত হঠাৎ। সম্প্রতি সেই রেস্তোরাঁরই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে সিসি ক্যামেরার সামনে দিয়ে ধোঁয়াটে কিছু ভেসে চলে যাচ্ছে। ভিডিওটি ফেসবুকে পোস্ট করে রেস্তোঁরা টি জানতে চেয়েছে, কি মনে হয়, ওটা কি ভূত? একই সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষ এ জানিয়েছেন যে, এত বছরে এমন ঘটনা ঘটেনি কখনও।
সমজমধ্যমে এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই ভিডিওটি দেখে যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন । আবার অনেকের মতে বিষয়টি স্বাভাবিক নয় মোটেই।