cow arrested

Cow arrested: ১২ বছরের নাবালক হত্যায় গ্রেফতার গরু!

দক্ষিণ সুদানে ১২ বছরের এক নাবালককে হত্যার অভিযোগে একটি গরুকে গ্রেফতার করে স্থানীয় থানার পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুন ২০২২ ১৮:১৫
Share:

সুদানে হত্যার দায়ে গ্রেফতার করা হল একটি গরুকে। ফাইল চিত্র

১২ বছরের এক নাবালককে হত্যার অভিযোগে একটি গরুকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ সুদানের লেকস্ স্টেটের নিকটবর্তী একটি খামারে। নাবালকটিকে এমনভাবে গরুটি আক্রমণ করে যে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন, তাঁরা গরুর মালিককেও হেফাজতে রেখেছেন। হত্যার দায়ে কোনও প্রাণীকে গ্রেফতার করা এই প্রথম নয়। এর আগেও একটি বাচ্চা ভেড়াকে একই অভিযোগে গ্রেফতার করেছিল সুদানের পুলিশ। সাজা হিসাবে ভেড়াটিকে মিলিটারি ক্যাম্পে তিন বছরের জন্য রাখা হয়েছে। অ্যাধিউ চ্যাপিং নামে এক মহিলাকে হত্যার অভিযোগে ভেড়াটিকে গ্রেফতার করা হয়।সুদানের আইন অনুযায়ী, কোনও পশুর আক্রমণে কেউ মারা গেলে, তার বিরুদ্ধে সাজার নির্দেশ দেওয়া হয়। সাজা খাটার নির্ধারিত সময় পার হলে সেই পশুটিকে ক্ষতিপূরণ হিসাবে নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে এই প্রথাই চলে এসেছে সুদানে।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement