Weird

শিশুর দু’টি পুরুষাঙ্গ! নেই কোনও মলদ্বার, এমন কাণ্ড দেখে বিস্মিত চিকিৎসকরা

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির ২টি পুরুষাঙ্গের আকার স্বাভাবিক। মলত্যাগের জন্য কোনও মলদ্বার নেই তার শরীরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ ১৬:২২
Share:

শিশুটির অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা। প্রতীকী ছবি।

এক জনের শরীরে দু’টো পুরুষাঙ্গ! এ আবার হয় নাকি! এমন কাণ্ডই ঘটেছে পাকিস্তানে। এক সদ্যোজাতর ২টি পুরুষাঙ্গ রয়েছে। নেই কোনও মলদ্বার। যা দেখে হতবাক হয়ে গিয়েছেন চিকিৎসকরা।

Advertisement

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির ২টি পুরুষাঙ্গের আকার স্বাভাবিক। মলত্যাগের জন্য কোনও মলদ্বার নেই তার শরীরে। সম্প্রতি এই খবর প্রকাশ্যে এসেছে। যা নিয়ে হইচই শুরু হয়েছে সমাজমাধ্যমে। শিশুটির শরীরে ২টি পুরুষাঙ্গ থাকার কারণ ‘ডিফালিয়া’। যা এক ধরনের বিরল শারীরিক অবস্থা।

শিশুটির ব্যাপারে চিকিৎসকরা আরও জানিয়েছেন যে, তার একটি পুরুষাঙ্গ অন্যটির থেকে ১ সেমি লম্বা। দুটো পুরুষাঙ্গ দিয়েই মূত্রত্যাগ করতে পারছে শিশুটি। একটি পুরুষাঙ্গের দৈর্ঘ্য ১.৫ সেমি। অন্যটির দৈর্ঘ্য ২.৫ সেমি। মলত্যাগের জন্য শিশুটির অস্ত্রোপচার করা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে চিকিৎসা করানো হয়েছে শিশুটির।

Advertisement

জন্মের সঙ্গে সঙ্গেই শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছিল। অস্ত্রোপচারের পর তাকে ২দিন পর্যবেক্ষণে রাখা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। অতীতে শিশুটির পরিবারে কারও এমন সমস্যা ছিল না বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement