প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: অসীম
এক সময়ে বিজয় দশমী, লক্ষ্মীপুজো বা ভাইফোঁটায় বাড়িতে ছাঁচে ফেলে নারকেল আর ক্ষীরের সন্দেশ বানানোর রীতি ছিল। এখন সে চল প্রায় নেই বললেই চলে। কিন্তু এখনও টিকে আছে কাঠের ছাঁচ বানানোর শিল্প। চিৎপুরে আলো-আঁধারিতে ঢাকা দোকানগুলিতে অযত্নের ঝুল জমেছে। তবে উৎসবের মরসুমে এখনও ব্যবসা হয়। মূলত ময়রার দোকানের কারিগরেরাই আসেন ছাঁচের চাহিদা নিয়ে। ভাইফোঁটার আগে চিৎপুর রোডের কাঠের নকশাকারদের স্টুডিয়োয় আনন্দবাজার অনলাইন।