আরজি কর-কাণ্ডের পর কর্মরত স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিয়ে চিন্তিত সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে এ বিষয়ে রিপোর্ট তৈরির জন্য একটি টাস্কফোর্স গঠন করেছে শীর্ষ আদালত। কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে কর্মীদের সুরক্ষা মানে কি? শুধুই কি পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তাকর্মী, সিসিটিভি আর কোলাপসিবল গেটের ব্যবস্থা করা? এ দেশের চিকিৎসকদের ৩০ শতাংশ এবং নার্সদের ৮ শতাংশ মহিলা। সরকারি হাসপাতালগুলি কি মহিলা স্বাস্থ্যকর্মীদের আদর্শ কাজের পরিবেশ সুনিশ্চিত করতে পেরেছে? ৩৬ বা ৪০ ঘণ্টা কাজ করার সময় কোন কোন অসুবিধায় ভোগেন মহিলা চিকিৎসক এবং নার্সেরা?