কারও কাছে ঘৃণ্য, কারও কাছে আবার প্রাণের স্লোগান। ৯০-এর দশক থেকে এ দেশের নারী আন্দোলনে বারংবার ‘আজ়াদি’ স্লোগান ব্যবহৃত হয়ে আসছে। বামপন্থী এবং ছাত্র-যুব আন্দোলনেও বার বার শোনা গিয়েছে এই স্লোগান। সম্প্রতি আরজি কর আন্দোলনে এই স্লোগান তুলে সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কেন এই স্লোগান? কেনই বা এলজিবিটিকিউ অধিকার আন্দোলনেও ঘুরেফিরে আসে এই স্লোগান? কী বলছেন এলজিবিটিকিউ আন্দোলনের কর্মী এবং লেখিকা বন্যা কর?