উনিশ শতকের শেষের দিক থেকে বাঙালির ছাতা ব্যবসায়ে মনোনিবেশ। মহেন্দ্র দত্ত-কেসি পালের পাশাপাশি এখন বাজারে হাজারও ‘ব্র্যান্ড’। ছাতা আমদানি হচ্ছে চিন, জাপান, কোরিয়া থেকেও। বাহারি নকশা নিয়ে নানা নিরীক্ষা চলছে। বাঙালির হাতে হাতে নব অবতারে ফিরেছে ‘দাদুর ছাতা’। পরিবেশ নিয়ে দুশ্চিন্তার সময় ফিরেছে বেতের ব্যবহারও। নতুন প্রযুক্তি আর উদ্ভাবনের দিকেও নজর পড়েছে ছাতার বাজারের। ছাতা কি তা হলে প্রয়োজনীয়তার খোপের বাইরে বাঙালির ‘ফ্যাশনে’র অঙ্গ হয়ে উঠছে?