Locket chatterjee

‘ইয়ে ডর আচ্ছা লাগা’, তৃণমূলকে নিশানা করে নিজেকে হুগলির প্রার্থী ঘোষণা করলেন লকেট

দ্বিতীয়বারের জন্য নিশ্চয়ই লড়ব: লকেট চট্টোপাধ্যায়

সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪৭
Share:
Advertisement

পোস্টার বিতর্কের মধ্যেই আবারও শিরোনামে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। লোকসভা ভোটের প্রার্থী বাছাই নিয়ে বৃহস্পতিবার বিকেলে বৈঠকে বসছে নির্বাচন পরিচালন কমিটি। সেই বৈঠকে থাকার কথা রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের। এরই মধ্যে হুগলির বিজেপি প্রার্থী হিসাবে নিজের নাম ‘ঘোষণা’ করে চর্চায় চলে এলেন লকেট চট্টোপাধ্যায়। এ দিন নিজের লোকসভা কেন্দ্রে একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “এখন শুধু সময়ের অপেক্ষা, লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টির সৈনিকরা জিতবেন। হুগলি জিতবে বিজেপি। ২০১৯ সাল থেকে হুগলিতে বিজেপির বিজয়রথ শুরু হয়েছে। এটা চলবে। দ্বিতীয়বারের জন্য নিশ্চয়ই লড়ব।” তাঁর দাবি তৃণমূল ভয় পাচ্ছে বলেই তাঁকে নিয়ে বিতর্ক করছে।

একুশের বিধানসভা ভোটে হুগলি লোকসভার অন্তর্গত ৭টি আসনেই হেরেছে বিজেপি। পঞ্চায়েতেও ফল খারাপ হয়েছে দলের। তারপরও কোন যুক্তিতে আত্মবিশ্বাসী লকেট চট্টোপাধ্যায়? তাঁর জবাব, “একুশের ভোটের পর চব্বিশের ভোটের আগে পরিস্থিতি বদলেছে। রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে। রেশনে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। বিভিন্ন জেলায় একশো দিনের কাজের টাকা নয়ছয় হয়েছে। গরিব মানুষের টাকা লুট করেছে তৃণমূল সরকার। একাধিক রাজ্যের মানুষ যে ভাবে বিজেপি সরকারকে চাইছে, বাংলার মানুষও তাই চাইছে। তৃণমূলের বিধায়ক, মন্ত্রীরা নিয়োগ দুর্নীতিতে জেলে যাবেন। ২০২৪ সালে আমরা চাইছি, মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement