দলীয় কর্মসূচি নয় বলে ঘোষণা করলেও, শুরু থেকেই ‘ছাত্র সমাজে’র নবান্ন অভিযানের ‘পাশে থাকা’র বার্তা দিয়েছিলেন বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার সকালে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর বিকেলে, আন্দোলনকারীদের ছাড়াতে লালবাজার ঘেরাও করলেন সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়েরা। ‘ছাত্র’দের উপর ‘পুলিশি সন্ত্রাসে’র অভিযোগ তুলে ২৮ অগস্ট রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বন্ধের ডাক দিল বিজেপি। তা হলে কি ‘ছাত্র সমাজে’র উপর ভর করেই আন্দোলনে ফিরতে চাইছে বিজেপি?