ভারতের খেলার ইতিহাসে এই প্রথম। প্যারিসে জুলাই-অগস্টে অনুষ্ঠিত হতে চলা গ্রীষ্মকালীন অলিম্পিক্সে অ্যাথলিটদের দলের সঙ্গে ‘স্লিপ অ্যাডভাইজ়ার’ পাঠাচ্ছে ভারত। কী ভূমিকা থাকবে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক মনিকা শর্মার? এই সিদ্ধান্তে খুশি ভারতীয় জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমানে বাংলার রঞ্জি দলের কোচ লক্ষ্মীরতন শুক্ল? কী বলছেন কলকাতার ‘ইনস্টিটিউট অফ স্লিপ সায়েন্স’-এর ঘুম গবেষকরা?